পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে এবারে বেশ কিছু শূন্যপদ তৈরি হয়েছে। এই সমস্ত শূন্যপদ গুলি পূরণ করার জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক; যেখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এমনকি এক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্যও প্রদান করতে হবে না চাকরিপ্রার্থীদের। কোন কোন পদে নিয়োগ হচ্ছে? আবেদনের যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়ম পদ্ধতি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য গুলি আপনাদের সামনে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
বিভিন্ন পদের নাম ও বিবরণ
১) কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং ব্যাংকের প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করার জন্য এই পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ইচ্ছুক ব্যক্তিরা যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হলেই আবেদন করতে পারবেন। ন্যূনতম কুড়ি বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এই পদে নিযুক্ত চাকরি প্রার্থীরা নিয়োগের প্রথম মাস থেকে ন্যূনতম ২৪,০৫০/- টাকা বেতন পাবেন। কর্মীর কর্মদক্ষতার ওপর নির্ভর করে বেতনের পাশাপাশি প্রমোশন এবং ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
২) অফিস অ্যাসিস্ট্যান্ট- ব্যাংকের বিভিন্ন কাজকর্ম চালনার জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ইচ্ছুক চাকরিরপ্রার্থীরা যেকোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে। এই পদের কর্মীরা প্রতি মাসে ন্যূনতম ১৯,৫০০/- টাকা বেতন পাবেন এবং মূল বেতনের পাশাপাশি কর্মদক্ষতা অনুসারে প্রমোশন ও ইনসেনটিভ পাওয়া যাবে।
চাকরির খবরঃ নতুন বছরে পাবলিক সার্ভিস কমিশন কী কী নোটিশ প্রকাশ করেছে, একনজরে দেখে নিন
উভয় পদের ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত পরিমাণ ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর পক্ষ থেকে শুধুমাত্র পুরুষ ক্রীড়াবিদদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্রীড়াবিদ অথবা স্টেট বা ন্যাশনাল হকি খেলোয়াররা এই পদে আবেদন জানাতে পারবেন। ক্রীড়া যোগ্যতা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে চাকরিপ্রার্থীদের।
প্রতিদিন চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇👇
নিয়োগ পদ্ধতি- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উল্লেখিত পদ গুলিতে নিয়োগের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ক্রীড়া জগতের পারফরম্যান্স এবং ব্যক্তিগত ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- এখানে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদনপত্র পূরণ করে বিজ্ঞপ্তিতে বলে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংযুক্ত করে ২৪/০১/২০২৫ তারিখের মধ্যে জমা করে আসতে হবে।
আরও পড়ুনঃ ভারতীয় রেলে ৩২ হাজার গ্ৰুপ- ডি নিয়োগ: যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ
আবেদনের ঠিকানা- The Chief Manager (Recruitment Section), Human Resources Division, Punjab National Bank, Corporate Office, 1st Floor, West Wing, Plot No. 4, Sector 10, Dwarka, New Delhi – 110075