পশ্চিমবঙ্গ রাজ্যসহ সমগ্র ভারতবর্ষের মধ্যে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী ব্যাংকে চাকরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের জন্যই এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক। যেখানে চুক্তিভিত্তিক হিসাবে রিলেশনশিপ ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। চাকরি প্রার্থীরা জুন মাসের ১৮ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। আবেদনের আগে অবশ্যই আবেদনের বিভিন্ন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি জেনে নিতে হবে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনের মাধ্যমে।
পদের নাম- MSME রিলেশনশিপ ম্যানেজার।
মোট শূন্য পদের সংখ্যা- ৩০টি।
বয়স সীমা- এই পদে ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য আলাদা করে সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- আবেদনকারী চাকরিপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন সম্পর্কে আলোচনা করা হবে।
চাকরির খবরঃ সরকারি ইস্পাত সংস্থায় ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ
শিক্ষাগত যোগ্যতা- কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারেন। তবে এক্ষেত্রে বিজনেস এডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর (MBA) ডিগ্রি থাকলে এই পদের জন্য অগ্রাধিকার পাবেন চাকরিপ্রার্থীরা।
পূর্ব অভিজ্ঞতা- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে জানানো হচ্ছে যে, এই পদে ব্যাংকের পক্ষ থেকে অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের নিযুক্ত করা হচ্ছে। যেকোনো ব্যাংক বা NBFC তে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে অন্ততপক্ষে তিন বছরের অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের এখানে আবেদনের সুযোগ রয়েছে। এর থেকে কম অভিজ্ঞ বা অনভিজ্ঞ চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন না।
চুক্তির সময়সীমা- চাকরিপ্রার্থীদের এখানে নূন্যতম এক বছরের চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে এই চুক্তির সময়সীমা ৩ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১
নিয়োগ পদ্ধতি- এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রথমে ইচ্ছুক চাকরির প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীদের নির্বাচন করে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাক দেওয়া হবে। ইন্টারভিউ এ সফলভাবে উত্তীর্ণ হলে তবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট এর মাধ্যমে যোগ্য কর্মীকে নিযুক্ত করবে পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক।
আবেদন পদ্ধতি- চাকরিপ্রার্থীদের এই পদে অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগ রয়েছে। এখানে সরাসরি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন জানাতে হবে। এর জন্য https://punjabandsindbank.co.in/ -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোডের পাশাপাশি আবেদন মূল্য দিতে হবে এবং আবেদন পত্রটি ১৮/০৬/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।
আবেদন মূল্য:
- SC/ST/PWD- ১০০ টাকা।
- OBC/EWS/সাধারণ চাকরিপ্রার্থী- ৮৫০ টাকা।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.