পশ্চিমবঙ্গে মিড-ডে মিল প্রকল্পে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, শুধু ইন্টারভিউ দিলেই চাকরি

Published By: Exam Bangla | Published On:
Share:

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? বর্তমানে সরকারি চাকরি খুঁজছেন? তবে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্প্রতি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগ হবে রাজ্য সরকারের মিড-ডে-মিল প্রকল্পের অধীনে। প্রার্থীদের নির্বাচন করা হবে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে। মাসিক বেতন ১১,০০০ টাকা।  শূন্যপদের সংখ্যা কটি? আবেদনের যোগ্যতা কি? কিভাবে আবেদন করতে হবে? ইত্যাদি খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হল নীচে।

WB Mid-day Meal Project Recruitment 2026

এক্ষেত্রে প্রার্থী নিয়োগ হবে মিড ডে মিল প্রকল্পে ব্লক স্তরে অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট (Block Level Assistant Accountant) পদের জন্য। মোট শূন্য পদের সংখ্যা ১ টি। নিয়োগ হবে চুক্তিভিত্তিকভাবে। পরে পারফরমেন্স অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে।

কোন যোগ্যতায় আবেদন করা যাবে?

এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই-
১) পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে।
২) রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
৩) হিসাবরক্ষণের কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৬৫ বছরের বেশি হওয়া চলবে না। তবে যোগদানের সময় প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

কত বেতন হবে?

নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ১১,০০০ টাকা থোক পারিশ্রমিক পাবেন অথবা, শেষ প্রাপ্ত বেসিক পে এবং পেনশনের মধ্যে যে পার্থক্য, এই দুইয়ের মধ্যে যেটি কম হবে, সেই নিয়ম অনুযায়ী পারিশ্রমিক নির্ধারিত হবে।

কিভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের আলাদাভাবে কোন অনলাইন অফলাইন আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন নিম্নলিখিত নথিপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের স্থানে গিয়ে উপস্থিত হতে হবে,
১) সাদা কাগজে আবেদনপত্র বা নির্দিষ্ট বয়ানের ফর্ম।
২) জীবনপঞ্জি বা বায়ো-ডাটা (BIO-Data)।
৩) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ হিসেবে)।
৪) পেনশন সংক্রান্ত নথিপত্র বা PPO।
৫) ঠিকানার প্রমাণ (আধার বা ভোটার কার্ড)।
৬) এক কপি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

কিভাবে প্রার্থী নির্বাচন হবে?

এখানে প্রার্থী নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে। মোট নম্বর থাকবে ৪০। যার মধ্যে,

  • অ্যাকাউন্টিং-এর উপর কম্পিউটার টেস্ট: ১০ নম্বর।
  • সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ ধারণা: ১৫ নম্বর।
  • ইন্টারভিউ: ১৫ নম্বর।

ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ তথ্য

  • তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬।
  • রিপোর্টিং টাইম: সকাল ১১:০০ টা।
  • ইন্টারভিউ শুরু: দুপুর ১২:০০ টা।
  • স্থান: বিডিও অফিস (BDO Office), পূর্বস্থলী-১ ব্লক, শ্রীরামপুর, পূর্ব বর্ধমান।

আরো বিস্তারিত জানতে, অফিসিয়াল যোগাযোগের জন্য ইমেইল করতে পারেন: bdo.mdmpurba1@gmail.com

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে, বিভিন্ন পদের আবেদন যোগ্যতা দেখুন এখনই WB District Job: বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ! আবেদনের যোগ্যতা দেখুন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় কর্মী নিয়োগ! মাধ্যমিক যোগ্যতা থেকে একাধিক পদে আবেদনের সুযোগ WB District Job: দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে ডিপ্লোমা যোগ্যতায় চাকরির সুযোগ! নিয়োগ পদ্ধতি জেনে নিন এখনই ASHA Recruitment: মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে, আবেদন পদ্ধতি জেনে নিন এখনই