চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে ব্লক ভলেন্টিয়ার নিয়োগ চলছে, দেখুন আবেদন পদ্ধতি

রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় ব্লক ভলেন্টিয়ার (Block Volunteer) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম সহ বিস্তারিত তথ্য নিয়ে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- ব্লক ভলেন্টিয়ার।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এছাড়াও গ্রামীণ এলাকার মানুষদের সঙ্গে কথা বলার দক্ষতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
বেতন- প্রতিদিন ৬০০ টাকা সঙ্গে যাতায়াতের খরচ থাকবে। মাসে সর্বোচ্চ ১৬ দিন কাজ হবে। এছাড়াও গ্রামীণ এলাকার ভিজিট করার উপর ইনটেনসিভ থাকবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ

[quads id=10]

আবেদন পদ্ধতি– ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। শুধুমাত্র নির্দিষ্ট সময় ও তারিখে প্রয়োজনীয় নথি নিয়ে যথাযথ স্থানে পৌঁছাতে হবে।
ইন্টারভিউ এর তারিখ ও সময়- ১৪/১২/২০২১ সকাল ১১টা।
ইন্টারভিউ এর স্থান- SBCC Cell located behind District Record Room, office of the District Magistrate, Purulia.
নিয়োগের স্থানঃ পুরুলিয়া, প্রার্থীকে অবশ্যই সেন্তুরি/ নিঠুরিয়া ব্লগ/ রঘুনাথপুর সাব ডিভিশন -এর অধিবাসী হতে হবে।

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ