চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ গভারমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল -এ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে করতে পারবেন। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে দু’মাসের চুক্তিতে লোক নিয়োগ করা হচ্ছে।
ইন্টারভিউয়ের তারিখ, সময় ও অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।

পদের নাম- স্টাফ নার্স (Staff Nurse)
শূন্যপদ- ৩০ টি
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪০ এর মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৭,২২০ টাকা

[quads id=10]

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম নার্সিং (GNM Nursing) ট্রেনিং কোর্স অথবা বিএসসি নার্সিং (B.Sc. Nursing) কোর্স সম্পন্ন করে থাকতে হবে। সঙ্গে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সেই অঞ্চলের ভাষায় দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি- এই পদে আলাদা করে আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে প্রার্থীকে উপস্থিত হতে হবে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়া কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ তারিখ ও সময়- ১৮ ও ১৯ শে‌ মে, ২০২১ মঙ্গলবার ও বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টার মধ্যে। রিপোর্টিং এবং রেজিস্ট্রেশন -এর সময় সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত।
ইন্টারভিউয়ের স্থান- L T – 1 of Raiganj Govt. medical College & Hospital.Raiganj.

ইন্টারভিউয়ের দিন যে সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে-

[quads id=10]

  • পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম
  • মাধ্যমিকের মার্কশীট ও এডমিট কার্ড
  • উচ্চ মাধ্যমিকের মার্কশীট
  • জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স এর মার্কশিট
  • ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন এর সার্টিফিকেট
  • প্যান কার্ড
  • পরিচয় পত্র হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড।
  • দু কপি পাসপোর্ট সাইজ ফটো।

ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে উপরোক্ত সমস্ত ডকুমেন্টস গুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে।

Application form

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ