Railway Group D, NTPC Bangla Questions & Answer

Published By: ExamBangla.com | Published On:
Share:

১. স্বাধীন ভারতের প্রথম রাষ্টপতির নাম কি?

উঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ।

২. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

উঃ লর্ড ক্যানিং।

৩. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ -উক্তিটি কার?

উঃ বালগঙ্গাধর তিলক।

৪. কোন ভাইসরয় তিব্বতে ইয়ং হাসব্যান্ড মিশন পাঠান?

উঃ লর্ড কার্জন।

৫.  ব্রাহ্মসমাজ- এর একজন সক্রিয় নেতার নাম লেখ।

উঃ স্বামী বিবেকানন্দ।

৬. কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন?

উঃ শাহজাহান।

৭. ‘সব লাল হো জায়গা’- উক্তিটি কার?

উঃ রনজিত সিং।

৮. দাম কী?

উঃ শেরশাহ প্রবর্তিত মুদ্রা।

৯. কত সালে ভারতে প্রথম চটকল স্থাপিত হয়?

উঃ 1850 সালে।

১০. কত সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল উত্থাপিত হয়?

উঃ 1883 সালে।

১১. ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?

উঃ মহম্মদ বিন তুঘলক।

১১. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উঃ বাবর।

১২. ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন করা হয়?

উঃ ছত্রিশগড়।

১৩. বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য লক্ষ করা যায় কোন ঋতুতে?

উঃ বর্ষার শেষে।

১৪. সিন্ধু নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ মানস সরোবর হ্রদ।

১৫. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ কি?

উঃ পলিভিনাইল ক্লোরাইড।

১৬. ভারতে পাট চাষের প্রধান ক্ষেত্র কোনটি?

উঃ পশ্চিমবঙ্গ।

১৭. পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে কোন পর্বত রয়েছে?

উঃ নীলগিরি পর্বত।

১৮. তুতিকোরিন বন্দর টি কোন উপকূলে অবস্থিত?

উঃ করমন্ডল উপকূল।

১৯. বিশ্ব-উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?

উঃ বিশ্ব ব্যাংক।

২০. ভারতের রেপো রেট কে ঘোষণা করে?

উঃ ভারতীয় রিজার্ভ ব্যাংক।

২১. সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়েছিল?

উঃ পাঞ্জাব ও হরিয়ানা।

২২. LPG সিলিন্ডার -এর মধ্যে কোন গ্যাস উপস্থিত থাকে?

উঃ বিউটেন ও প্রোপেন।

২৩. দুটি অর্ধপরিবাহী ধাতুর নাম লেখ।

উঃ জার্মেনিয়াম ও সিলিকন।

২৪. দুধ হল একপ্রকার দ্রবণ যাকে বলা হয়________।

উঃ ইমালসন।

আরও পড়ুন

WBSSC Group C Practice Set in Bengali | গ্রুপ- সি ও গ্রুপ- ডি পরীক্ষার জন্য সাজেস্টিভ প্র্যাকটিস সেট ANM GNM question paper pdf download 2025 | ANM GNM প্রশ্নপত্র 2025 রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬: Railway NTPC Practice Set in Bengali রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫: Railway NTPC Practice Set in Bengali রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪: Railway NTPC Practice Set in Bengali