পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যারা রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ ২০২৬ এর জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB আজ থেকে অনলাইনে গ্রুপ ডি পরীক্ষার আবেদন জমা নেওয়া শুরু করল। এই নিয়োগের মাধ্যমে সারা ভারতজুড়ে প্রায় ২২,০০০ শূন্যপদে বিভিন্ন কাজের জন্য কর্মী নেওয়া হবে। মাধ্যমিক পাস হলেই নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন এখানে। নীচে শূন্যপদের নাম, আবেদন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ ও আরো খুঁটিনাটি নিয়ে বিশদে বলা হলো।
এক নজরে
রেলওয়ে গ্রুপ- ডি নিয়োগের বিজ্ঞপ্তি
| নিয়োগকারী সংস্থা | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) |
| বিজ্ঞপ্তি নম্বর | CEN 09/2025 |
| মোট শূন্যপদ | প্রায় ২১,৯৯৭টি (সম্ভাব্য ২২,০০০+) |
| আবেদন শুরুর তারিখ | ৩১ জানুয়ারি ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২ মার্চ ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | rrbapply.gov.in |
শূন্যপদের নাম
২০২৬ সালের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় রেলের বিভিন্ন জোনে নিম্নলিখিত শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে।
- পয়েন্টসম্যান।
- ট্র্যাক মেইনটেইনার।
- অ্যাসিস্ট্যান্ট লোকো শেড।
- সিগন্যাল ও টেলিকম বিভাগের কর্মী।
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আর কারিগরি পদের জন্য আবেদনকারীদের ITI (NCVT/ SCVT স্বীকৃত) সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা (১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী)
| ক্যাটাগরি | বয়স |
| সাধারণ | ১৮ থেকে ৩৩ বছর। |
| ওবিসি | ১৮ থেকে ৩৬ বছর। |
| এসসি/এসটি | ১৮ থেকে ৩৮ বছর। |
| (দ্রষ্টব্য: সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।) | |
বেতন কাঠামো
রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে মনোনিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী ১৮,০০০ টাকা থেকে বেতন প্রদান শুরু হয়। সর্বোচ্চ ২৭,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এছাড়া সঙ্গে থাকে DA, HRA, Medical ও আরও অনেক সুযোগ সুবিধা।
আরও পড়ুনঃ রেলওয়ে গ্ৰুপ ডি সিলেবাস 2026
আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। নিচে সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেওয়া হলো:
- প্রথমে রেলওয়ের অফিসিয়াল পোর্টাল rrbapply.gov.in-এ গিয়ে ‘Apply’ বাটনে ক্লিক করে ‘Create an Account’ এ ক্লিক করুন।
- নিজের নাম, ফোন নাম্বার, জন্ম তারিখ, ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন। মোবাইল নাম্বার ওটিপি ভেরিফাই হওয়ার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনি একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন।
- আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- আবেদনপত্র পূরণ করুন নির্ভুলভাবে।
- আবেদন ফি জমা করে দিন।
- সবশেষে ফর্মটি ‘Preview’ করে দেখে নিয়ে Submit করুন।
প্রয়োজনীয় নথিপত্র
- পাসপোর্ট সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
ডিজিটাল সিগনেচার। - কাস্ট সার্টিফিকেট।
- যেকোনো সচিত্র পরিচয় পত্র।
- বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট (জন্মের প্রমাণপত্র হিসেবে)।
- মাধ্যমিক পাশের মার্কশিট
- কারিগরি পদে আবেদনকারীদের জন্য নির্দিষ্ট ট্রেড কোর্স পাসের সার্টিফিকেট
আবেদন ফি
| ক্যাটাগরি | আবেদন ফি |
| General, OBC এবং EWS প্রার্থীদের জন্য: | ৫০০/- টাকা। |
| SC, STএবং PwBD প্রার্থীদের জন্য: | ২৫০/- টাকা। |
| (পরীক্ষায় বসলে এই টাকার একটি অংশ রিফান্ড করা হয়)। | |
নির্বাচন প্রক্রিয়া
রেলওয়ে গ্রুপ ডি ২০২৬-এর প্রার্থী নির্বাচন মূলত তিনটি ধাপে হবে:
- CBT (Computer Based Test): এটি একটি অনলাইন পরীক্ষা। পরীক্ষার প্যাটার্ন বিস্তারিত নীচে দেওয়া হল।
বিষয় প্রশ্নের সংখ্যা মোট নম্বর সময় সাধারণ বিজ্ঞান (General Science) ২৫ ২৫ ৯০ মিনিট (পিডব্লিউডি প্রার্থীদের জন্য ১২০ মিনিট)গণিত (Mathematics) ২৫ ২৫ জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং ৩০ ৩০ জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স ২০ ২০ মোট ১০০ ১০০ - PET (Physical Efficiency Test): শারীরিক সক্ষমতার পরীক্ষা (ওজন নিয়ে হাঁটা এবং দৌড়)।
- Document Verification & Medical: নথি যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.





