চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ। দক্ষিণ মধ্য রেলওয়ে ডিভিশনের অধীনে বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কষ্ট করে কোথাও না গিয়ে বাড়িতে বসে অনলাইন ইন্টারভিউ দিয়ে চাকরিতে নিয়োগের সুযোগ। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই আবেদন করা যাবে।

পদের নাম- স্টাফ নার্স
শূন্যপদ- ৩১ টি।
বয়স- ২২/০৫/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ৩৩ এর মধ্যে হতে হবে।
বেতন- ৪৪,৯০০/- টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা- ৩ বছরের জেনারেল নার্সিং (GNM Nursing) কোর্স অথবা বিএসসি নার্সিং (B.sc. Nursing) কোর্স পাশ।

পদের নাম- হসপিটাল এটেনডেন্ট
শূন্যপদ- ২৬ টি।
বয়স- ২২/০৫/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ এর মধ্যে হতে হবে।
বেতন- ১৮,০০০/- টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস অথবা ITI পাশ।

[quads id=10]

চাকরির খবর: কলকাতা পুলিশে ২৫০০ নিয়োগ

পদের নাম- ফার্মাসিস্ট
শূন্যপদ- ২টি।
বয়স- ২২/০৫/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ৩৩ এর মধ্যে হতে হবে।
বেতন- ২৯,২০০/- টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস অথবা ফার্মাসি নিয়ে ডিপ্লোমা অথবা ফার্মেসি নিয়ে ব্যাচেলর ডিগ্রী (B. Pharm)

পদের নাম- হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর
শূন্যপদ- ১টি।
বয়স- ২২/০৫/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ৩৩ এর মধ্যে হতে হবে।
বেতন- ৩৫,৪০০/- টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা- রসায়নবিদ্যা নিয়ে B.sc পাস সঙ্গে Health/Sanitary Inspector নিয়ে এক বছরের ডিপ্লোমা।

[quads id=10]

চাকরির খবর: কলকাতা এয়ারপোর্টে চাকরির সুযোগ

পদের নাম- ল্যাব অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ- ১ টি।
বয়স- ২২/০৫/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ এর মধ্যে হতে হবে।
বেতন- ২১,৭০০/- টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা।

আবেদন পদ্ধতি- আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে ২৯/০৫/২০২১ তারিখের আগে contractmedicalhyb@gmail.com ইমেইলে পাঠাতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি হল-

চাকরির খবর: ব্লক অফিসে কর্মী নিয়োগ

  • বয়সের প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট।
  • মেডিকেল বিভাগের ওপর কোনো কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট।

ইন্টারভিউয়ের তারিখ- ০৪/০৬/২০২১ এবং ০৫/০৬/২০২১, ইন্টারভিউয়ের সময়- সকাল ১১ টা থেকে শুরু হবে।

Official Notification

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ