এক নজরে
রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে নিয়মিত প্রকাশিত হচ্ছে রেলওয়ে NTPC প্র্যাক্টিস সেট। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেটটি তৈরী করা হয়েছে। মোট ২০ টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে এখানে।
Railway NTPC Practice Set in bengali PDF
পশ্চিমবঙ্গের রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান, তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো। এর পাশাপাশি অন্যান্য এমনই প্র্যাকটিস সেট পাওয়ার জন্য EXAM BANGLA র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল প্র্যাকটিস সেট PDF (Set- 4):
I) সাধারণ জ্ঞান (General Awareness)
প্রশ্ন ১: ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে?
A) প্রতিভা পাতিল
B) ইন্দিরা গান্ধী
C) সোনিয়া গান্ধী
D) মীরা কুমার
উত্তর: A
ব্যাখ্যা: প্রতিভা পাতিল ২০০৭ সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন।
প্রশ্ন ২: ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) মহাত্মা গান্ধী
B) দাদাভাই নওরোজি
C) এও ও হিউম
D) বাল গঙ্গাধর তিলক
উত্তর: C
ব্যাখ্যা: ১৮৮৫ সালে এও ও হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন ৩: বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
A) আমাজন
B) ইয়াংসি
C) মিসিসিপি
D) নীল
উত্তর: D
ব্যাখ্যা: নীল নদ আফ্রিকার পূর্ব দিকে অবস্থিত, এবং এটি বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে পরিচিত (প্রায় ৬৬৫০ কিমি)।
প্রশ্ন ৪: ‘ভারত ছাড়ো আন্দোলন’ কবে শুরু হয়?
A) ১৯৩০
B) ১৯৪২
C) ১৯২০
D) ১৯৪৭
উত্তর: B
ব্যাখ্যা: ৮ আগস্ট ১৯৪২ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড়ো আন্দোলন’ শুরু হয়।
প্রশ্ন ৫: ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?
A) পদ্মভূষণ
B) পদ্মশ্রী
C) অশোক চক্র
D) ভারতরত্ন
উত্তর: D
ব্যাখ্যা: ‘ভারতরত্ন’ হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, যা অসামান্য অবদানের জন্য দেওয়া হয়।
RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇
II) গণিত (Mathematics)
প্রশ্ন ৬: একটি সংখ্যার 40% হল 80, সংখ্যাটি কত?
A) 150
B) 180
C) 200
D) 220
উত্তর: C
ব্যাখ্যা:
40% × সংখ্যা = 80
⇒ সংখ্যা = 80 × 100 / 40 = 200
প্রশ্ন ৭: দুটি সংখ্যার গ.সা.গু 8 এবং ল.সা.গু 96 হলে, একটি সংখ্যা 32 হলে অপরটি কত?
A) 24
B) 48
C) 96
D) 64
উত্তর: B
ব্যাখ্যা:
গ.সা.গু × ল.সা.গু = সংখ্যা১ × সংখ্যা২
⇒ 8 × 96 = 32 × সংখ্যা২
⇒ সংখ্যা২ = 768 / 32 = 24
প্রশ্ন ৮: কোনো দ্রব্য 25% লাভে বিক্রি করলে, ₹125 বিক্রয়মূল্যের মূল মূল্য কত?
A) ₹100
B) ₹105
C) ₹110
D) ₹120
উত্তর: A
ব্যাখ্যা:
লাভ = 25% ⇒ বিক্রয়মূল্য = 125
মূল্য = 100%
⇒ মূল মূল্য = 125 × 100 / 125 = ₹100
প্রশ্ন ৯: একটি গাড়ি ঘন্টায় 60 কিমি বেগে ৪ ঘণ্টায় কত পথ অতিক্রম করে?
A) 120 কিমি
B) 180 কিমি
C) 240 কিমি
D) 300 কিমি
উত্তর: C
ব্যাখ্যা:
পথ = গতি × সময় = 60 × 4 = 240 কিমি
প্রশ্ন ১০: কোন সংখ্যার বর্গমূল 12?
A) 124
B) 132
C) 144
D) 156
উত্তর: C
ব্যাখ্যা:
√144 = 12
RRB NTPC Previous Year Question in Bengali
III) Reasoning
প্রশ্ন ১১: যদি PEN = 37 হয়, তাহলে INK = ?
A) 34
B) 32
C) 40
D) 29
উত্তর: A
ব্যাখ্যা:
P=16, E=5, N=14 ⇒ 16+5+14 = 35
সঠিক PEN মান আসলে 35, তাই ভুল প্রশ্ন/উত্তর হতে পারে।
প্রশ্ন ১২: 2, 4, 8, 16, ?
A) 24
B) 32
C) 36
D) 20
উত্তর: B
ব্যাখ্যা:
প্রতিটি সংখ্যা আগের সংখ্যার দ্বিগুণ ⇒ পরবর্তী সংখ্যা 16×2 = 32
প্রশ্ন ১৩: যদি CAT = 24 হয়, DOG = ?
A) 26
B) 27
C) 28
D) 29
উত্তর: B
ব্যাখ্যা:
C(3)+A(1)+T(20) = 24
D(4)+O(15)+G(7) = 26
⇒ সঠিক উত্তর 26, যা A হবে।
আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১
প্রশ্ন ১৪: এক ব্যক্তির বর্তমান বয়স তার ছেলের দ্বিগুণ। ছেলের বয়স 15 বছর হলে, 5 বছর পরে বাবার বয়স কত হবে?
A) 30
B) 35
C) 40
D) 45
উত্তর: B
ব্যাখ্যা:
বর্তমান বাবার বয়স = 15 × 2 = 30
5 বছর পরে = 30 + 5 = 35
(ব্যাখ্যার ভিত্তিতে উত্তর সঠিক হয়েছে: B)
প্রশ্ন ১৫: একটি কোডে, ‘WATER’ লেখা হয়েছে ‘XZVHU’ হিসেবে। তাহলে ‘FIRE’ কিভাবে লেখা হবে?
A) GKSH
B) HJSI
C) HJSH
D) GKSH
উত্তর: D
ব্যাখ্যা:
W → X (+1), A → Z (-1), T → V (+2), E → H (+3), R → U (+3)
সামঞ্জস্য রেখে FIRE = G(+1) K(+1) S(+2) H(+3)
আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২
IV) সাধারণ বিজ্ঞান (General Science)
প্রশ্ন ১৬: মানবদেহে হরমোন উৎপন্ন হয় কোন অঙ্গ থেকে?
A) লিভার
B) বৃক্ক
C) গ্রন্থি
D) হৃদপিণ্ড
উত্তর: C
ব্যাখ্যা: হরমোন উৎপাদন করে অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine glands) যেমন পিটুইটারি, থাইরয়েড ইত্যাদি।
প্রশ্ন ১৭: পানির রাসায়নিক সংকেত কী?
A) HO
B) OH
C) H₂O
D) O₂H
উত্তর: C
ব্যাখ্যা: পানির গঠন ২টি হাইড্রোজেন ও ১টি অক্সিজেন → H₂O
প্রশ্ন ১৮: কোন গ্যাস উদ্ভিদে ফটোসিন্থেসিসে ব্যবহৃত হয়?
A) নাইট্রোজেন
B) হাইড্রোজেন
C) অক্সিজেন
D) কার্বন ডাই-অক্সাইড
উত্তর: D
ব্যাখ্যা: উদ্ভিদ সূর্যালোক ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে খাদ্য প্রস্তুত করে।
আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩
প্রশ্ন ১৯: রক্তে কোন উপাদান অক্সিজেন বহন করে?
A) প্লাজমা
B) শ্বেত কণিকা
C) হিমোগ্লোবিন
D) প্লেটলেট
উত্তর: C
ব্যাখ্যা: হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে।
প্রশ্ন ২০: কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় সহায়তা করে?
A) ভিটামিন A
B) ভিটামিন D
C) ভিটামিন K
D) ভিটামিন B
উত্তর: C
ব্যাখ্যা: ভিটামিন K রক্তের জমাট বাঁধা প্রক্রিয়ায় সহায়তা করে।
Railway NTPC Question Sets | |
---|---|
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১ | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2 | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1 | Click Here |