Railway NTPC 5 January 1st and 2nd Shift Exam Analysis: আজকের রেলওয়ে পরীক্ষার প্রশ্ন

Railway NTPC 5 January 1st and 2nd Shift Exam Analysis: আজ 5 জানুয়ারি, 2021 মঙ্গলবার। আজকের Railway NTPC পরীক্ষার প্রথম ও দ্বিতীয় শিফটের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স -এর কিছু…

Published By: ExamBangla.com | Published On:

Railway NTPC 5 January 1st and 2nd Shift Exam Analysis: আজ 5 জানুয়ারি, 2021 মঙ্গলবার। আজকের Railway NTPC পরীক্ষার প্রথম ও দ্বিতীয় শিফটের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স -এর কিছু প্রশ্ন দেওয়া হল। পরবর্তী দিনগুলিতে যেসব পরীক্ষার্থীরা NTPC কিংবা গ্রূপ-ডি পরীক্ষা দেবে, এই প্রশ্নগুলি তাদের জন্য গুরুত্ত্বপূর্ণ। Railway NTPC 5 January 1st and 2nd Shift Exam Analysis (Based on candidates memory). RRB NTPC All Shift Questions

1. একটি ইনপুট ডিভাইসের নাম লেখ? উঃ মাউস, কিবোর্ড।
2. সর্বপ্রথম সাহিত্যে কে নোবেল প্রাইজ পেয়েছিলেন? উঃ Sully Prudhomme
3. IMF -এর সদস্য দেশ কয়টি? উঃ 190 টি।
4. আসাম ও অরুণাচল প্রদেশের মধ্যে যে সেতুটি নির্মাণ হয়েছে তার নাম কি? উঃ ভূপেন হাজারিকা সেতু।
5. নিউটনের প্রথম গতিসূত্র কে কি বলা হয়? উঃ Law of Inertia
7. ফোর্ট উইলিয়াম কোথায় নির্মিত হয়েছিল? উঃ কলকাতা।
8. 12 জানুয়ারি কোন দিবস পালিত হয়? উঃ World Youth Day
9. TRAI এর সম্পূর্ণ নাম কি? উঃ Telecom Regulatory Authority of India

10. CAA এর সম্পূর্ণ নাম কি? উঃ Citizenship Amendment Act
11. UNO -এর অষ্টম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? উঃ বান কি মুন।
12. “Shades of Sffron” বইটির লেখক কে? উঃ Saba Naqvi
13. Laliga -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? উঃ রোহিত শর্মা।
14. International Dance Day কবে পালিত হয়? উঃ 29 April.
15. ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল? উঃ অন্ধ্রপ্রদেশ (1953)।
16. দেনা ব্যাংক ও বিজয়া ব্যাঙ্ক কোন ব্যাংকের সাথে যুক্ত হয়েছে? উঃ ব্যাঙ্ক অফ বরোদা।
17. Brihadeeswara Temple কে নির্মাণ করেন? উঃ রাজারাজা চোলা।
18. খিলাফত আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? উঃ মোহাম্মদ আলী, শওকত আলী।
19. PDF -এর সম্পূর্ণ নাম কি? উঃ Portable Focument File.
20. মেঘালয়ের রাজধানীর নাম কি? উঃ শিলং।
21. Sangai Festival কি? উঃ মনিপুরের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career