চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৭: Railway NTPC Practice Set in Bengali

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে নিয়মিত প্রকাশিত হচ্ছে রেলওয়ে NTPC প্র্যাক্টিস সেট। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেটটি তৈরী করা হয়েছে। মোট ২০ টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে এখানে।

[quads id=21]

Railway NTPC Practice Set in bengali PDF

পশ্চিমবঙ্গের রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান, তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো। এর পাশাপাশি অন্যান্য এমনই প্র্যাকটিস সেট পাওয়ার জন্য EXAM BANGLA র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

RRB NTPC Graduate Level Mock Test (Set- 7):

১. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
A) ইন্দিরা গান্ধী
B) প্রতিভা পাটিল
C) সোনিয়া গান্ধী
D) মীরা কুমার

✅ সঠিক উত্তর: A) ইন্দিরা গান্ধী

ব্যাখ্যা: ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন।

২. নিচের কোনটি অলিম্পিক খেলার অন্তর্গত নয়?
A) ফুটবল
B) ক্রিকেট
C) হকি
D) অ্যাথলেটিকস

✅ সঠিক উত্তর: B) ক্রিকেট

ব্যাখ্যা: ক্রিকেট বর্তমানে অলিম্পিকে অন্তর্ভুক্ত নয় (২০২৮ সালে সম্ভবত অন্তর্ভুক্ত হবে)।

৩. নিচের কোন পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচন হয়?
A) সরাসরি ভোট
B) পরোক্ষ ভোট
C) উত্তরাধিকার
D) মনোনয়ন

✅ সঠিক উত্তর: A) সরাসরি ভোট

ব্যাখ্যা: লোকসভার সদস্যরা সাধারণ মানুষের সরাসরি ভোটে নির্বাচিত হন।

৪. জব চার্নক কোন শহরের প্রতিষ্ঠাতা ছিলেন?
A) মুম্বাই
B) কলকাতা
C) চেন্নাই
D) দিল্লি

✅ সঠিক উত্তর: B) কলকাতা

ব্যাখ্যা: জব চার্নক ১৬৯০ সালে কলকাতায় ব্রিটিশ বসতি স্থাপন করেন।

৫. অ্যানিমিয়া রোগটি কী অভাবে হয়?
A) ক্যালসিয়াম
B) লোহিত রক্ত কণিকা
C) আয়রন
D) প্রোটিন

✅ সঠিক উত্তর: C) আয়রন

ব্যাখ্যা: আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে যায়, ফলে অ্যানিমিয়া হয়।

RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇

৬. পানির সর্বোচ্চ ঘনত্ব হয় কোন তাপমাত্রায়?
A) ০°C
B) ১০°C
C) ৪°C
D) ১০০°C

✅ সঠিক উত্তর: C) ৪°C

ব্যাখ্যা: ৪ ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব সর্বাধিক হয়।

৭. মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
A) স্টিভ জবস
B) বিল গেটস
C) ল্যারি পেজ
D) মার্ক জাকারবার্গ

✅ সঠিক উত্তর: B) বিল গেটস

ব্যাখ্যা: বিল গেটস এবং পল অ্যালেন ১৯৭৫ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।

৮. রাজ্যপালকে কে নিয়োগ করেন?
A) প্রধানমন্ত্রী
B) রাজ্য সরকার
C) রাষ্ট্রপতি
D) সুপ্রিম কোর্ট

✅ সঠিক উত্তর: C) রাষ্ট্রপতি

ব্যাখ্যা: ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালদের রাষ্ট্রপতি নিয়োগ করেন।

৯. এক কিলোবাইট (KB) সমান কত বাইট?
A) 1000
B) 1024
C) 512
D) 2048

✅ সঠিক উত্তর: B) 1024

ব্যাখ্যা: ১ কিলোবাইট = ১০২৪ বাইট (২¹⁰ বাইট)।

১০. “জলই জীবন” স্লোগানটি কোন সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করে?
A) জ্বালানির অভাব
B) বৃষ্টির অভাব
C) জল সংরক্ষণ
D) কৃষি উন্নয়ন

✅ সঠিক উত্তর: C) জল সংরক্ষণ

ব্যাখ্যা: “জলই জীবন” স্লোগানটি মানুষকে জল সংরক্ষণের গুরুত্ব বুঝাতে ব্যবহৃত হয়।

RRB NTPC Book 2025

১১. নিচের কোনটি শুধুমাত্র ইনপুট ডিভাইস?
A) মনিটর
B) প্রিন্টার
C) মাউস
D) স্পিকার

✅ সঠিক উত্তর: C) মাউস

ব্যাখ্যা: মাউস একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারকে নির্দেশ দেয়।

১২. ‘চিত্রকূট’ কোথায় অবস্থিত?
A) বিহার
B) উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ
C) ছত্তিশগড়
D) রাজস্থান

✅ সঠিক উত্তর: B) উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ

ব্যাখ্যা: চিত্রকূট একটি ধর্মীয় স্থান যা দুই রাজ্যের সীমান্তে অবস্থিত।

১৩. ‘লাল কেল্লা’ কোন রাজবংশের শাসকদের দ্বারা নির্মিত?
A) মৌর্য
B) গুপ্ত
C) মুঘল
D) মারাঠা

✅ সঠিক উত্তর: C) মুঘল

ব্যাখ্যা: মুঘল সম্রাট শাহজাহান ১৬৪৮ সালে লাল কেল্লা নির্মাণ করেন।

১৪. ভারতের জাতীয় ফল কী?
A) আপেল
B) আম
C) কলা
D) লিচু

✅ সঠিক উত্তর: B) আম

ব্যাখ্যা: আমকে ভারতের জাতীয় ফল ঘোষণা করা হয়েছে তার জনপ্রিয়তার জন্য।

১৫. ‘নতুন শিক্ষানীতি’ কবে ঘোষণা হয়?
A) ২০১৮
B) ২০১৯
C) ২০২০
D) ২০২১

✅ সঠিক উত্তর: C) ২০২০

ব্যাখ্যা: নতুন শিক্ষানীতি (NEP 2020) ২৯ জুলাই ২০২০ সালে ঘোষণা করা হয়।

RRB NTPC Previous Year Question in Bengali

১৬. ‘জলবায়ু পরিবর্তন’ কোনটির কারণে হয়?
A) নদী
B) পর্বত
C) গ্রীন হাউস গ্যাস
D) বৃষ্টিপাত

✅ সঠিক উত্তর: C) গ্রীন হাউস গ্যাস

ব্যাখ্যা: গ্রীন হাউস গ্যাস যেমন CO₂, CH₄ ইত্যাদি জলবায়ুর উপর বিরূপ প্রভাব ফেলে।

১৭. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির প্রধান কে ছিলেন?
A) রাজেন্দ্র প্রসাদ
B) জওহরলাল নেহরু
C) বি. আর. আম্বেদকর
D) বল্লভভাই প্যাটেল

✅ সঠিক উত্তর: C) বি. আর. আম্বেদকর

ব্যাখ্যা: ড. বি. আর. আম্বেদকর সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন।

১৮. রাষ্ট্রসংঘ (UNO) এর সদর দপ্তর কোথায়?
A) জেনেভা
B) নিউ ইয়র্ক
C) লন্ডন
D) প্যারিস

✅ সঠিক উত্তর: B) নিউ ইয়র্ক

ব্যাখ্যা: রাষ্ট্রসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত।

১৯. ভারতে কবে প্রথম সাধারণ নির্বাচন হয়?
A) ১৯৪৭
B) ১৯৫০
C) ১৯৫১-৫২
D) ১৯৫৬

✅ সঠিক উত্তর: C) ১৯৫১-৫২

ব্যাখ্যা: স্বাধীনতার পরে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় ১৯৫১-৫২ সালে।

২০. নিচের কোনটি পরিবেশবান্ধব জ্বালানি নয়?
A) সৌরশক্তি
B) বায়ুশক্তি
C) পেট্রোল
D) জৈব গ্যাস

✅ সঠিক উত্তর: C) পেট্রোল

ব্যাখ্যা: পেট্রোল একটি জীবাশ্ম জ্বালানি, এটি পরিবেশ দূষণ সৃষ্টি করে।

Railway NTPC Question Sets
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ