এক নজরে
Railway NTPC UG Practice Set: ভারতীয় রেলওয়ের তরফ থেকে NTPC পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথমে সিলেবাস জানতে হয়, তারপরে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বা Previous Year Question (PYQ) নিয়ে রিসার্চ করতে হয়। তবেই বোঝা যায় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের জন্য Railway NTPC UNDER GRADUATE PYQ PDF (Bengali Version) সেট এই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।
Railway NTPC UG Practice Set in Bengali
আজকের এই পোস্টে Railway NTPC UG পরীক্ষার ১৫ টি প্রশ্ন পাবলিশ করা হলো। Download Railway NTPC PYQ PDF in Bengali. আপনারা খুব সহজেই এই প্রশ্নোত্তর গুলির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। রেলওয়ের যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রেলওয়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়।
NTPC Previous Year Question Paper PDF Download in Bengali
Railway NTPC UG পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে এই Railway NTPC UG Practice Set গুলি তৈরী করা হয়েছে। বিশেষত যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই সেটগুলি খুবই কার্যকরী হবে। প্রতিদিনের Railway NTPC UG Practice Set এ 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের Previous Year Question সেটেও 15 টি প্রশ্ন রয়েছে।
Railway NTPC Syllabus 2024: Click Here
Railway NTPC UG Practice Set (Set- 2):
✅ ১. ২০২৫ সালের জানুয়ারিতে কোন দেশ AI Safeguards Agreement-এ প্রথম স্বাক্ষর করে?
ক) ভারত
খ) চীন
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জার্মানি
উত্তরঃ গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক AI নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হয়, যেখানে যুক্তরাষ্ট্র নেতৃত্ব প্রদান করে এবং প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নিয়ম নির্ধারণ করে।
✅ ২. 2025 সালের G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ব্রাজিল
খ) ভারত
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) সৌদি আরব
উত্তরঃ ক) ব্রাজিল
ব্যাখ্যা: G20 সভাপতিত্ব ২০২৫ সালে ব্রাজিলের হাতে গেছে এবং সামিট অনুষ্ঠিত হবে রিও ডি জেনেইরোতে।
✅ ৩. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ২০২৫ সালে কোন চন্দ্রাভিযান মিশন লঞ্চ করতে যাচ্ছে?
ক) চন্দ্রযান-৩
খ) গগনযান-১
গ) চন্দ্রযান-৪
ঘ) সূর্যযান-২
উত্তরঃ গ) চন্দ্রযান-৪
ব্যাখ্যা: চন্দ্রযান-৪ মিশন হচ্ছে ভারতের প্রথম লুনার স্যাম্পল রিটার্ন মিশন যা ২০২৫ সালে পরিকল্পিত।
✅ ৪. সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানী “Global Climate Innovator Award 2025” পেয়েছেন?
ক) রাজেন্দ্র সিং
খ) বিনয় কুমার
গ) রিতু কারিডাল
ঘ) সৌম্য স্বরূপ দাস
উত্তরঃ ঘ) সৌম্য স্বরূপ দাস
ব্যাখ্যা: পরিবেশ ও জলে সংরক্ষণের উপর প্রযুক্তি উদ্ভাবনের জন্য সৌম্য স্বরূপ দাস ২০২৫ সালে এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।
✅ ৫. UNESCO World Heritage 2025 তালিকায় ভারতের কোন স্থান নবনির্বাচিত হয়েছে?
ক) কেশব দেব মন্দির
খ) বিজয়নগর রাজবাড়ি
গ) গয়া মহাবোধি মন্দির
ঘ) কানিং স্টেশন
উত্তরঃ খ) বিজয়নগর রাজবাড়ি
ব্যাখ্যা: ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্বের জন্য বিজয়নগর রাজবাড়ি ২০২৫ সালে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা পায়।
RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇
✅ ৬. ২০২৫ সালে কোন দেশ “Green Steel Alliance” গঠন করেছে?
ক) জার্মানি
খ) ভারত
গ) অস্ট্রেলিয়া
ঘ) সুইডেন
উত্তরঃ ঘ) সুইডেন
ব্যাখ্যা: পরিবেশবান্ধব ইস্পাত উৎপাদনের জন্য সুইডেন ২০২৫ সালে একটি নতুন আন্তর্জাতিক জোট গঠন করে।
✅ ৭. ভারতের প্রথম AI ভিত্তিক লোকসভা প্রশ্নোত্তর সহকারী কোনটি?
ক) ভারতGPT
খ) সংসদAI
গ) প্রশ্নমিত্র
ঘ) জনবোধ
উত্তরঃ গ) প্রশ্নমিত্র
ব্যাখ্যা: প্রশ্নমিত্র হলো একটি AI টুল যা সংসদে উত্থাপিত প্রশ্ন ও উত্তর বিশ্লেষণ করতে সহায়তা করে। ২০২৫ সালে এটি চালু হয়।
✅ ৮. ২০২৫ সালে ভারতের কোন রাজ্য “100% Solar Literacy” অর্জন করেছে?
ক) কেরালা
খ) রাজস্থান
গ) গুজরাট
ঘ) তামিলনাড়ু
উত্তরঃ গ) গুজরাট
ব্যাখ্যা: গুজরাট সরকার ২০২৫ সালে ঘোষণা করে যে তারা সব গ্রামে সৌরবিদ্যুৎ ও সোলার শিক্ষার প্রচার করেছে।
✅ ৯. সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি “Hydrogen-E Cargo Train” চালু করেছে?
ক) টাটা
খ) আদানি গ্রুপ
গ) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
ঘ) ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL)
উত্তরঃ ক) টাটা
ব্যাখ্যা: টাটা কোম্পানি পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে নজর দিয়ে ২০২৫ সালে এই হাইড্রোজেন চালিত মালবাহী ট্রেন চালু করে।
✅ ১০. সম্প্রতি ISRO-র নতুন চেয়ারম্যান কে হয়েছেন?
ক) এস সোমনাথ
খ) অনিল কুমার দীক্ষিত
গ) ভি আর রাও
ঘ) ডঃ অপর্ণা চন্দ্র
উত্তরঃ ঘ) ডঃ অপর্ণা চন্দ্র
ব্যাখ্যা: ডঃ অপর্ণা চন্দ্র ISRO-র প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে ২০২৫ সালে দায়িত্ব গ্রহণ করেন।
✅ ১১. 2025 সালের Budget-এ ‘Green Energy Corridor’ প্রকল্পে কত বরাদ্দ দেওয়া হয়েছে?
ক) ₹১৮,০০০ কোটি
খ) ₹১০,০০০ কোটি
গ) ₹২২,৫০০ কোটি
ঘ) ₹৫,০০০ কোটি
উত্তরঃ ক) ₹১৮,০০০ কোটি
ব্যাখ্যা: নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জোর দিয়ে সরকার এই প্রকল্পের জন্য উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ করেছে।
✅ ১২. সম্প্রতি কোন শহর ভারতের প্রথম “Drone Traffic Command Centre” চালু করেছে?
ক) বেঙ্গালুরু
খ) চেন্নাই
গ) নয়াদিল্লি
ঘ) আহমেদাবাদ
উত্তরঃ ঘ) আহমেদাবাদ
ব্যাখ্যা: ২০২৫ সালে ভারতের প্রথম ড্রোন ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্র আহমেদাবাদে চালু হয়, যা বাণিজ্যিক ড্রোন নিয়ন্ত্রণ করবে।
✅ ১৩. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ২০২৫ সালে কোন নতুন ডিজিটাল ইনিশিয়েটিভ চালু করে?
ক) RBI ChainPay
খ) e-Rupee Lite
গ) SecurePay India
ঘ) TokenVault
উত্তরঃ খ) e-Rupee Lite
ব্যাখ্যা: ছোট অঙ্কের লেনদেনের জন্য বিশেষ ডিজাইন করা নতুন ডিজিটাল রুপী, ২০২৫ সালের শুরুর দিকে চালু হয়।
RRB NTPC Previous Year Question in Bengali
✅ ১৪. সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানী “Women in Tech Asia 2025” পুরস্কার জিতেছেন?
ক) নীলিমা রাও
খ) সুনীতা দেশাই
গ) রিমা কুণ্ডু
ঘ) প্রজ্ঞা শর্মা
উত্তরঃ ঘ) প্রজ্ঞা শর্মা
ব্যাখ্যা: প্রযুক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য প্রজ্ঞা শর্মা এই পুরস্কার পান।
✅ ১৫. ২০২৫ সালের এপ্রিল মাসে কোন রাজ্য “One-Health Surveillance Grid” চালু করেছে?
ক) মহারাষ্ট্র
খ) তেলেঙ্গানা
গ) আসাম
ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ গ) আসাম
ব্যাখ্যা: আসাম রাজ্য স্বাস্থ্য, প্রাণী ও পরিবেশ তথ্য একত্রিত করে প্রথম “One Health” ব্যবস্থা চালু করেছে।
Railway NTPC Question Sets | |
---|---|
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১ | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2 | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1 | Click Here |