এক নজরে
Railway NTPC UG Practice Set: ভারতীয় রেলওয়ের তরফ থেকে NTPC পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথমে সিলেবাস জানতে হয়, তারপরে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বা Previous Year Question (PYQ) নিয়ে রিসার্চ করতে হয়। তবেই বোঝা যায় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের জন্য Railway NTPC UNDER GRADUATE PYQ PDF (Bengali Version) সেট এই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।
Railway NTPC UG Practice Set in Bengali
আজকের এই পোস্টে Railway NTPC UG পরীক্ষার ১৫ টি প্রশ্ন পাবলিশ করা হলো। Download Railway NTPC PYQ PDF in Bengali. আপনারা খুব সহজেই এই প্রশ্নোত্তর গুলির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। রেলওয়ের যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রেলওয়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়।
NTPC Previous Year Question Paper PDF Download in Bengali
Railway NTPC UG পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে এই Railway NTPC UG Practice Set গুলি তৈরী করা হয়েছে। বিশেষত যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই সেটগুলি খুবই কার্যকরী হবে। প্রতিদিনের Railway NTPC UG Practice Set এ 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের Previous Year Question সেটেও 15 টি প্রশ্ন রয়েছে।
Railway NTPC Syllabus 2024: Click Here
Railway NTPC UG Practice Set (Set- 4):
প্রশ্ন ১:
২০২৫ সালে G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
A) ইন্দোনেশিয়া
B) ব্রাজিল
C) ভারত
D) দক্ষিণ আফ্রিকা
উত্তর: B) ব্রাজিল
ব্যাখ্যা: ২০২৫ সালের G20 শীর্ষ সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে ভারত এবং ২০২৪ সালে ব্রাজিলের পূর্ববর্তী দেশ ইতালি ছিল।
প্রশ্ন ২:
২০২৫ সালের জানুয়ারিতে ISRO কোন চন্দ্রাভিযানের পরিকল্পনা করছে যার নাম “Chandrayaan-4”?
A) কক্ষপথ পরীক্ষা
B) চন্দ্রপৃষ্ঠে মানুষ পাঠানো
C) চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ
D) শুধুমাত্র ছবি তোলা
উত্তর: C) চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ
ব্যাখ্যা: Chandrayaan-4 মিশনের লক্ষ্য চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা — এটি একটি বড় বৈজ্ঞানিক অর্জন হবে ভারতের জন্য।
প্রশ্ন ৩:
কোন রাজ্য সরকার ২০২৫ সালের মধ্যে “Green Hydrogen Policy” চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে?
A) মহারাষ্ট্র
B) গুজরাট
C) তামিলনাড়ু
D) রাজস্থান
উত্তর: B) গুজরাট
ব্যাখ্যা: গুজরাট সরকার পরিবেশবান্ধব শক্তি উৎস হিসেবে ২০২৫ সাল পর্যন্ত গ্রীন হাইড্রোজেন নীতি চালুর কথা ঘোষণা করেছে, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রশ্ন ৪:
২০২৫ সালের UNESCO World Book Capital হিসেবে কোন শহর নির্বাচিত হয়েছে?
A) কায়রো
B) বার্সেলোনা
C) কোপেনহেগেন
D) কুয়ালা লামপুর
উত্তর: C) কোপেনহেগেন
ব্যাখ্যা: ইউনেস্কো কোপেনহেগেনকে ২০২৫ সালের “World Book Capital” হিসেবে ঘোষণা করেছে। এর লক্ষ্য হচ্ছে পাঠাভ্যাস ও জ্ঞান বিস্তার।
প্রশ্ন ৫:
“BharatGPT” কাকে বলা হচ্ছে?
A) নতুন জাতীয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম
B) ভারতীয় AI ভাষা মডেল
C) ই-গভর্ন্যান্স পোর্টাল
D) নতুন কৃত্রিম চাঁদ প্রকল্প
উত্তর: B) ভারতীয় AI ভাষা মডেল
ব্যাখ্যা: BharatGPT হলো ভারতের নিজস্ব ভাষায় তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট, যেটি GPT-এর মতো এবং স্থানীয় ভাষাসমূহে কার্যকর।
RRB NTPC Previous Year Question in Bengali
প্রশ্ন ৬:
২০২৫ সালের প্রথমার্ধে কে ‘Chief Election Commissioner’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?
A) রাজীব কুমার
B) গিরিশ চন্দ্র মুর্মু
C) আরুণ গোয়েল
D) অজয় নারায়ণ যাদব
উত্তর: D) অজয় নারায়ণ যাদব
ব্যাখ্যা: ২০২৫ সালের জানুয়ারিতে অজয় নারায়ণ যাদব ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রশ্ন ৭:
ভারতের কোন রাজ্যে ২০২৫ সালে প্রথম “Space Tourism Hub” গড়ে তোলার কাজ শুরু হয়েছে?
A) কর্ণাটক
B) অন্ধ্রপ্রদেশ
C) গুজরাট
D) মহারাষ্ট্র
উত্তর: A) কর্ণাটক
ব্যাখ্যা: কর্ণাটক সরকার এবং ISRO মিলে ভারতের প্রথম মহাকাশ পর্যটন কেন্দ্র গড়ে তুলছে — এটি অত্যাধুনিক প্রযুক্তির ওপর ভিত্তি করে হবে।
প্রশ্ন ৮:
2025 সালের জাতীয় বিজ্ঞান দিবসের থিম কী ছিল?
A) Women in Science
B) Science for Sustainable Future
C) Indigenous Technology for Growth
D) Science and Technology for Society
উত্তর: B) Science for Sustainable Future
ব্যাখ্যা: ২০২৫ সালের থিম পরিবেশ ও ভবিষ্যৎ টেকসই উন্নয়নের উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে।
প্রশ্ন ৯:
IPL ২০২৪ এ কোন দল প্রথমবারের মতো শিরোপা জেতে?
A) রাজস্থান রয়্যালস
B) দিল্লি ক্যাপিটালস
C) লখনউ সুপারজায়ান্টস
D) গুজরাট টাইটান্স
উত্তর: C) লখনউ সুপারজায়ান্টস
ব্যাখ্যা: IPL ২০২৪ এ লখনউ সুপারজায়ান্টস প্রথমবার ট্রফি জেতে, তারা শক্তিশালী ব্যাটিং ও বোলিং ইউনিট নিয়ে এগিয়ে থাকে।
প্রশ্ন ১০:
ভারতের নতুন “Digital India Bill” ২০২৫ সালে কোন পুরানো আইনের পরিবর্তে আনা হয়েছে?
A) IT Act 2000
B) Data Privacy Act
C) Indian Telegraph Act
D) Cyber Law Act
উত্তর: A) IT Act 2000
ব্যাখ্যা: পুরাতন IT Act 2000 কে প্রতিস্থাপন করে ডিজিটাল ইন্ডিয়া বিল আনা হয়েছে, যা আধুনিক ইন্টারনেট নিরাপত্তা ও ডেটা প্রোটেকশন আইনকে অন্তর্ভুক্ত করে।
RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇
প্রশ্ন ১১:
২০২৫ সালে প্রথম “AI Olympics” কোথায় অনুষ্ঠিত হবে?
A) জার্মানি
B) জাপান
C) দক্ষিণ কোরিয়া
D) ফ্রান্স
উত্তর: C) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা: দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রথম AI Olympics আয়োজন করছে যেখানে বিভিন্ন দেশের AI প্রযুক্তির প্রতিযোগিতা হবে।
প্রশ্ন ১২:
সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানী ২০২৫ সালে ‘Fields Medal’ (গণিতের নোবেল) পেয়েছেন?
A) মণিন্দ্র আগরওয়াল
B) নীলাঞ্জন চক্রবর্তী
C) অমিতাভ মুখার্জি
D) কল্যাণ বসু
উত্তর: A) মণিন্দ্র আগরওয়াল
ব্যাখ্যা: প্রফেসর মণিন্দ্র আগরওয়াল প্রাইম নাম্বার অ্যালগরিদমে গবেষণার জন্য Fields Medal লাভ করেন।
প্রশ্ন ১৩:
২০২৫ সালে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ রপ্তানি করেছে?
A) গুজরাট
B) মহারাষ্ট্র
C) কর্ণাটক
D) তামিলনাড়ু
উত্তর: A) গুজরাট
ব্যাখ্যা: শিল্প ও সমুদ্র বন্দর সুবিধা থাকার কারণে গুজরাট ২০২৫ সালে ভারতের সর্বোচ্চ রপ্তানিকারী রাজ্য হয়।
প্রশ্ন ১৪:
২০২৫ সালে ভারত ও কোন দেশ “Quantum Tech Alliance” গঠন করেছে?
A) জাপান
B) মার্কিন যুক্তরাষ্ট্র
C) ফ্রান্স
D) যুক্তরাজ্য
উত্তর: B) মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: ভারত ও USA যৌথভাবে কোয়ান্টাম প্রযুক্তি উন্নয়নে মৈত্রী গঠন করেছে যার উদ্দেশ্য ভবিষ্যতের তথ্যপ্রযুক্তি সুরক্ষা নিশ্চিত করা।
প্রশ্ন ১৫:
২০২৫ সালে “Global Innovation Index” এ ভারতের র্যাঙ্ক কত?
A) ২৬
B) ৩৪
C) ৪০
D) ৪৭
উত্তর: A) ২৬
ব্যাখ্যা: WIPO কর্তৃক প্রকাশিত Global Innovation Index ২০২৫-এ ভারত ২৬তম স্থানে উঠে এসেছে, যা দেশের উদ্ভাবন ও R&D খাতে অগ্রগতি নির্দেশ করে।
Railway NTPC Question Sets | |
---|---|
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১ | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2 | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1 | Click Here |