রাজ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে পিয়ন, ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এইট পাশ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- ক্লার্ক।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত।
চাকরির খবরঃ রাজ্যের চিড়িয়াখানায় কর্মী নিয়োগ
[quads id=10]
পদের নাম- পিওন।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা ভাষায় লিখতে পড়তে ও বলতে জানতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত।
পদের নাম- ওয়ার্কশপ ইস্ট্রাক্টর।
মোট শূন্যপদ- ৭ টি। (Fitter-1, Draughtsman Mechanical-1, Welder-2, Mechanic Motor Vehicle-1, Refrigeration and Air conditioning-1, Electrician-1)
শিক্ষাগত যোগ্যতা- উভয় পদ অনুযায়ী আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ৮ অনুযায়ী ২৭,০০০/- টাকা থেকে ৬৯,৮০০/- টাকা পর্যন্ত।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে। সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে। একটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- “Secretary, Ramakrishna Mission Industrial Training Centre (Govt.Sponsored), Narendrapur, P.O- Narendrapur, Kolkata-700103, WB.”
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
[quads id=10]
Official Notification: Download Now
Download From: Click Here
Daily Job Update: Click Here







