চাকরির খবর

রামকৃষ্ণ শিক্ষা মন্দির স্কুলে শিক্ষক নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ

Advertisement

রাজ্যের রামকৃষ্ণ শিক্ষা মন্দির স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- 70/RKSK/2022
Notice Published Date- 31/12/2022
Post Name- Assistant Teacher ( Pre-Primary/ Primary/ Secondary)
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- Any Subject, English, Computer, Primary

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে B.A/ B.Sc. সহ D.El.Ed কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। এবং Assistant Teacher (Computer) -এর ক্ষেত্রে BCA/ B.Ed. করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স Assistant Teacher (Any Subject) ক্ষেত্রে ৩০ বছরের উপরে এবং বাকি সমস্ত পদের ক্ষেত্রে ২৫ বছরের উপরে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ

FB Join

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে প্রার্থীদের স্কুল অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Ramkrishna Sikhamandir (High school), Egra, Purba Medinipur
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ৯ জানুয়ারি, ২০২৩

চাকরির খবরঃ রাজ্যের মিউজিয়ামে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- শর্ট লিস্ট প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ১২ জানুয়ারি, ২০২৩

Official Notification: Download Now

Related Articles