চাকরির খবর

রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Share

রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাইমারি, প্রি- প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক নিয়োগ করা হবে। কেবল শিক্ষক নয়, সঙ্গে বিভিন্ন নন- টিচিং স্টাফ নিয়োগ করা হবে। বীরভূম জেলার রামপুরহাট ডিপিএস স্কুলের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এইসব শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। West Bengal School Teacher Recruitment 2022.

প্রি-প্রাইমারি স্তর:
বিষয়- ইংরেজি, হিন্দি, বাংলা, ইভিএস বিষয়ে শিক্ষক- শিক্ষিকা নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- টিচার্স ট্রেনিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা মন্তেশরী ট্রেনিং থাকলেও আবেদনের যোগ্য। পড়ানোর ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না।

প্রাইমারি স্তর:
বিষয়- ইংরেজি / হিন্দি/ ইভিএস/ সায়েন্স বিষয়ে শিক্ষক- শিক্ষিকা নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সাথে বিএড (B.Ed) পাশ করে থাকতে হবে। প্রার্থীকে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতার সাথে কনভেন্ট থেকে পড়াশোনা করতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবেনা।

টিজিটি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার স্তর: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত।
বিষয়- ইংরেজি, হিন্দি, বাংলা, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল স্টাডিজ বিষয়ে শিক্ষক- শিক্ষিকা নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট সাথে বিএড (B.Ed) থাকা বাধ্যতামূলক। শিক্ষকতায় কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি।
বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার স্তর: নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত।
বিষয়- ইংরেজি, হিন্দি, বাংলা, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল স্টাডিজ বিষয়ের ক্ষেত্রে শিক্ষক- শিক্ষিকা নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট সাথে বিএড থাকা প্রয়োজন। কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়স- প্রার্থীর বয়স ৪৫ এর অধিক হওয়া যাবেনা।

আরও পড়ুনঃ
রাজ্যের ক্লার্ক পদে চাকরির সুযোগ
মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
রাজ্যে পৌরসভায় গ্রূপ- সি কর্মী নিয়োগ

পদের নাম- অ্যাসিসস্টেন্ট লাইব্রেরিয়ান/ সায়েন্স ও কম্পিউটার ল্যাব অ্যাসিসটেন্ট
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক ডিগ্রি সাথে কমপক্ষে দু বছরের অভিজ্ঞতা।

পদের নাম- স্পেশাল এডুকেটর /
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক ডিগ্রি সাথে বিএড/স্পেশাল এডুকেশনের ডিপ্লোমা সহ বিএড ডিগ্রি

পদের নাম- স্কুল কাউন্সিলর।
শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সহ সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কোচেস- অ্যাথলেটিকস/ চেস/ ব্যাডমিন্টন/ক্রিকেট/টেবিল টেনিস/ বাস্কেট বল/ফুটবল/ফিটনেস ট্রেনার/ যোগা।
শিক্ষাগত যোগ্যতা- রাজ্য স্তরে খেলার সাথে সাথে বয়স ৩৫ বছরের অধিক হওয়া যাবেনা।

পদের নাম- হোস্টেল ওয়ার্ডেন।
শিক্ষাগত যোগ্যতা- কোনো নামি স্কুলে পাঁচ বছরের হোস্টেল ওয়ার্ডেন হিসেবে অভিজ্ঞতা।

পদের নাম- ল্যাব অ্যাসিসটেন্ট/মেডিক্যাল অ্যাসিসটেন্ট/ মেডিক্যাল অফিসার বা নার্স।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে উল্লিখিত পদে দু বছরের অভিজ্ঞতা।

পদের নাম- পেরেন্টস রেলেশনসিপ ম্যানেজার/স্টুডেন্ট রিলেশন এক্সজিকিউটিভ।
শিক্ষাগত যোগ্যতা- কনভেন্ট ব্যাকগ্রাউন্ডের সাথে কমিউনিকেশনের দক্ষতা।

পদের নাম- অ্যাডমিশন কাউন্সিলর।
শিক্ষাগত যোগ্যতা- মহিলা প্রার্থী হতে হবে, বয়স ৩০ বছরের মধ্যে। এই পদের ক্ষেত্রে পূর্বে দু বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদনের পদ্ধতি- উপরে উল্লিখিত পদগুলির জন্য দু’ভাবে আবেদন করতে পারবেন। সরাসরি অনলাইনে কিংবা স্কুলের নির্দিষ্ট ইমেল আইডিতে আবেদনপত্র পাঠানোর মাধ্যমে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো https://dpsrampurhat.org/ , এবং স্কুলের ইমেল আইডি হলো career@dpsrampurhat.org

Official Website: Click Here
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২০

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

18 hours ago

কেন্দ্রীয় জলবিদ্যুৎ দপ্তরে চলছে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি…

22 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 11 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৯

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago

বাতিল হচ্ছে গরমের ছুটি? হঠাৎ নতুন আপডেট দিল শিক্ষা দপ্তর

কয়েক সপ্তাহ আগেই তীব্র দাবদাহের কারণে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল।…

2 days ago

ভারতীয় নৌ সেনাতে বিপুল সংখ্যক অগ্নিবীর নিয়োগ, ২৭ মে পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

ভারতীয় নৌ সেনার পক্ষ থেকে বিপুল পরিমাণ শূন্যপদে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে।…

2 days ago