চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাণীনগরে কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক টি.জি.টি শিক্ষক নিয়োগ করা হবে। চাকরি হবে চুক্তির ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন। West Bengal School Teacher Recruitment.

পদের নাম- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT)।
বিষয়- বিজ্ঞান বিভাগ।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই ৫৫ শতাংশ নম্বর সহ জুওলজি/ বোটানি/ কেমিস্ট্রি বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে বি.এড ডিগ্ৰি থাকতে হবে। এবং আবেদনকারীকে সি.টেট (CTET) উত্তীর্ণ হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ

[quads id=10]

আবেদন পদ্ধতি- এই পদে আবেদন করার জন্য আলাদা করে কোনোরূপ আবেদনপত্র পূরণ করতে হবে না। ইন্টারভিউ -এর দিন সরাসরি নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। ইন্টারভিউ -এর দিন আবেদনকারীকে নিজের সমস্ত ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে।
আবেদন ফি- শূন্য। অর্থাৎ এই পদে আবেদন করার জন্য কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি- নথিপত্র যাচাইকরণ (Documents Verification) ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ- ১৬ এপ্রিল, ২০২২। রিপোর্টিং টাইম সকাল ৯ টা।
ইন্টারভিউ স্থান- KENDRIYA VIDYALAYA, B.S.F. RANINAGAR. P.O.: Patkata, Distt.: Jalpaiguri, West Bengal, PIN- 735133

আরও পড়ুনঃ এসএসসি নিয়োগ দুর্নীতিতে শিক্ষা মন্ত্রীর নাম জড়ালো

Official Notice: Download Now
Daily Job Update: Click Here

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ