চাকরির খবর

রিজার্ভ ব্যাংকে গ্রূপ-সি কর্মী নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Advertisement

গোটা দেশজুড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় গ্রুপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৯০০ -এর বেশি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরীক্ষা হবে বাংলা ভাষায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।

RBI Assistant Recruitment 2022

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখাগুলিতে কর্মী নিয়োগ করা হবে। কোথায় কত শূন্যপদ তা নিচে দেওয়া হল- কলকাতা- ২৬ টি, আমেদাবাদ- ৩৫ টি, ব্যাঙ্গালোর- ৭৪ টি, ভূপাল- ৩১ টি, ভুবনেশ্বর- ৩১ টি, চন্ডিগড়- ৭৮ টি, চেন্নাই- ৬৬ টি, গোয়াহাটি- ৩২ টি, হায়দ্রাবাদ- ৪০ টি, জয়পুর- ৪৮টি, জম্মু- ১২ টি, কানপুর এবং লখনৌ- ১৩১ টি, মুম্বাই- ১২৮ টি, নাগপুর- ৫৬ টি, নিউ দিল্লি- ৭৫ টি, পাটনা- ৩৩ টি, তিরুবন্তপুরম এবং কোচি- ৫৪ টি।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ- সি)।
শূন্যপদ- মোট ৯৫০ টি (SC- ১৫১ টি, ST- ১২৩ টি, OBC- ১৪৬ টি, EWS- ৯০ টি, GEN- ৪৪০ টি)।
বয়স- ০১/০২/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০২/০২/১৯৯৪ থেকে ০১/০২/২০০২ এর মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতি মাসে ২০,৭০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ যেকোনো শাখায় স্নাতক এবং প্রার্থীকে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানতে হবে। এছাড়াও প্রার্থী যে অফিসের জন্য আবেদন করবেন সেই এলাকার স্থানীয় ভাষা জানতে হবে। পশ্চিমবঙ্গের কলকাতা অফিসের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে।

নির্বাচন পদ্ধতি- প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। এছাড়াও LPT (Language Proficiency Test) টেস্ট নেওয়া হবে।

পরীক্ষার কেন্দ্র- প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষা কেন্দ্র গুলি হল- আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যানী, কলকাতা, শিলিগুড়ি। মেন পরীক্ষার কেন্দ্র গুলি হল- আসানসোল, গ্রেটার কলকাতা, কলকাতা, শিলিগুড়ি।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিজস্ব ওয়েবসাইটে www.rbi.org.in গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি- SC/ ST/ PWD/ EXS এই প্রার্থীদের ক্ষেত্রে ইন্টিমেশন চার্জ বাবদ ৫০ টাকা ধার্য করা হয়েছে এবং বাকি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ও ইন্টিমেশন চার্জ বাবদ ৪৫০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন শুরুর তারিখ- ১৭/০২/২০২২
আবেদন করার শেষ তারিখ- ০৮/০৩/২০২২

আরও পড়ুনঃ
রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
কলেজে ক্লার্ক ও গ্রুপ ডি পদে চাকরির সুযোগ
২০২২ মাধ্যমিক পরীক্ষার রুটিন দেখে নিন

Official Notice: Download Now
Apply Now: Registration | Login
Daily Job Update: Click Here

Related Articles