RRB NTPC 28 December Shift 1 Questions: সম্পূর্ণ বাংলাতে রেলওয়ে পরীক্ষার প্রশ্ন-উত্তর

RRB NTPC 28 December Shift 1 Questions: আজ 28 ডিসেম্বর, 2020 সোমবার। আজ থেকে শুরু হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত NTPC পরীক্ষা। ইতিমধ্যেই আজকের প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের…

Published By: ExamBangla.com | Published On:

RRB NTPC 28 December Shift 1 Questions: আজ 28 ডিসেম্বর, 2020 সোমবার। আজ থেকে শুরু হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত NTPC পরীক্ষা। ইতিমধ্যেই আজকের প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের সুবিধার্থে সম্পূর্ণ বাংলা ভাষায় আজকের NTPC পরীক্ষার প্রথম শিফটের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স -এর কিছু প্রশ্ন দেওয়া হল। RRB NTPC 28 December Shift 1 Questions (Based on candidates memory).

RRB NTPC 28 December Shift 1 Questions

১) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি?উঃ Sharad Arvind bobde.
২) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উঃ স্যাডেল পিক।
৩) PSLV -এর পুরো নাম কি? উঃ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল।
৪) ধরিত্রী দিবস কবে পালিত হয়? উঃ 22 এপ্রিল।
৫) রাজ তরঙ্গিনী বইটি কার লেখা? উঃ কলহন।
৬) বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? উঃ 8 মার্চ।
৭) বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? উঃ 16 সেপ্টেম্বর।
৮) সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কবে স্থাপিত হয়? উঃ 22 সেপ্টেম্বর 1974।
৯) DRDO -এর চেয়ারম্যানের নাম কি? উঃ Dr. G. Sateesh Reddy.
১০) কি 2019 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? উঃ আক্কিথাম নাম্বুদিরি।

RRB NTPC 28 December Shift 1 Questions

১১) ভারতবর্ষের কোন রাজ্যের সবচেয়ে বড় উপকূল সীমানা রয়েছে? উঃ গুজরাট।
১২) ভারতীয় লোকসভায় সর্বোচ্চ সিট কত হতে পারে? উঃ 552 টি।
১৩) কোন প্রকার বিদ্যাকে সেরিকালচার বলা হয়? উঃ উঃ রেশম চাষ বিষয়ক বিদ্যাকে।
১৪) শবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত? উঃ কেরালা।
১৫) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? উঃ জয়রাম ঠাকুর।
১৬) IPL 2020 ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? উঃ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
১৭) জৈন ধর্মের প্রথম প্রবর্তক কে? উঃ ঋষভ দেব।

১৮) অমর্ত্য সেন কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? উঃ 1998।
১৯) ভার্মি কালচার কাকে বলে? উঃ কেঁচো পালন সংক্রান্ত বিদ্যাকে।
২০) “স্বরাজ আমার জন্মগত অধিকার”- উক্তিটি কার? উঃ বালগঙ্গাধর তিলক।
২১) পটচিত্র কোন রাজ্যের সাথে সম্পর্কিত? উঃ উড়িষ্যা।
২২) মাইক্রোসফট কোম্পানির CEO -এর নাম কি? উঃ সত্য নাদেলা।
২৩) ভারতবর্ষের সবচেয়ে কম বয়সী রাষ্টপতির নাম কি? উঃ নিলাম সঞ্জিভা রেডি (তিনি 64 বছর বয়সে রাষ্ট্রপতি হয়েছিলেন)
২৪) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ নতুন দিল্লি।
২৫) Covid Care App কোন রাজ্যে চালু করা হয়েছে? উঃ অরুণাচল প্রদেশ।

RRB NTPC 28 December Shift 1 Questions

২৬) Potato Research Centre কোথায় অবস্থিত? উঃ সিমলা।
২৭) তৃতীয় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? উঃ গুয়াহাটি।
২৮) মধ্য প্রদেশের রাজ্যপাল এর নাম কি? উঃ আনন্দিবেন প্যাটেল।
২৯) রাজস্থানের রাজ্যপালের নাম কি? উঃ কালরাজ মিশ্র।
৩০) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কোন কোন ব্যাংক সংযুক্ত হয়েছে? উঃ ওরিয়েন্টাল ব্যাংক এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
৩১) মহাত্মা গান্ধীর গুরুর নাম কি? উঃ গোপালকৃষ্ণ গোখলে।
৩২) PVC পুরো নাম কি? উঃ পলিভিনাইল ক্লোরাইড।
৩৩) URL পুরো নাম কি? উঃ ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
৩৪) UBUNTU কি? উঃ এটি হলো একটি অপারেটিং সিস্টেম।
৩৫) HIV পুরো নাম কি? উঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।
৩৬) বিহারের রাজ্যপালের নাম কি? উঃ ফাগু চৌহান।

প্রতিদিন এইভাবে প্রতিটি শিফটের প্রশ্নোত্তর আপডেট দেওয়া হবে। তাই প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career