এক নজরে
RRB NTPC Exam Date 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর তরফে কর্মী নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। এতদিন পর্যন্ত বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী রেলের আন্ডারগ্রাজুয়েট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের জন্য এবার সরাসরি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়ে দিল রেল দপ্তর। ২০২৪ সালে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC আন্ডারগ্রাজুয়েট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তারপর থেকে বিপুল পরিমাণ চাকরিপ্রার্থী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রেলওয়ের ক্যালেন্ডার এ উল্লেখিত সময় পেরিয়ে গেলেও প্রকাশিত হয়নি পরীক্ষার তারিখ। এবারে অবশেষে RRB এর বিশাল ওয়েবসাইটে প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি।
RRB NTPC Exam Date 2025
২০২৪ সালের CEN 06/2024 নোটিফিকেশন নম্বরের দ্বারা প্রকাশিত হয়েছিল নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (UG) এর নিয়োগ বিজ্ঞপ্তি। এই বছর অর্থাৎ 2025 সালের আগস্ট মাস থেকেই এই নিয়োগের প্রথম কম্পিউটার ভিত্তিক পরীক্ষা শুরু হয়ে যাবে। রেলওয়ে তরফে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, আগামী ৭ ই আগস্ট থেকে ৮ ই সেপ্টেম্বর পর্যন্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে গোটা ভারতবর্ষ জুড়ে NTPC (UG) পরীক্ষার আয়োজন করা হবে। ওই সময়ের মধ্যে প্রতিদিন বিভিন্ন শিফটের মাধ্যমে চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেবে RRB।
RRB NTPC Exam (UG) সিলেবাস
RRB NTPC Exam আন্ডার গ্রাজুয়েট লেভেল এর বিভিন্ন পদের নিয়োগের জন্য প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT 1) দিতে হবে চাকরিপ্রার্থীদের। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে। চাকরিপ্রার্থীদের এই প্রথম লিখিত পরীক্ষাতে গণিত, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ এবং রিজিনিং বিষয়ের উপর সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ MCQ পরীক্ষা দিতে হবে। ১০০ নম্বরের এই পরীক্ষার জন্য চাকরি প্রার্থীরা মোট ৯০ মিনিট সময় পাবেন।
প্রসঙ্গত, CBT 1 পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পুনরায় নির্বাচনের জন্য CBT 2 পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রেও মোট ৯০ মিনিট সময়ের মধ্যে ১২০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে চাকরিপ্রার্থীদের। দ্বিতীয় লিখিত পরীক্ষায় জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার, অংক, জেনারেল ইনটেলিজেন্স এবং রিজিনিং বিষয়ে এর উপর প্রশ্ন থাকবে। এই দ্বিতীয় ধাপে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। যদিও এক্ষেত্রে যে সমস্ত পদের জন্য টাইপিং টেস্ট বা দক্ষতা পরীক্ষা রয়েছে, তাদেরকে এর পরবর্তী ধাপে দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পরীক্ষার জন্য কোন কোন নির্দেশ দেওয়া হয়েছে?
- RRB NTPC Exam এর দিন অবশ্যই চাকরিপ্রার্থীদের এডমিট কার্ডের একটি প্রিন্ট আউট এবং নিজের একটি পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড) নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে দুটি নথির একটিও যদি না থাকে তাহলে কিন্তু চাকরিপ্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
- পরীক্ষা শুরু হওয়ার ১০ দিন আগে থেকে RRB র অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার তারিখ এবং পরীক্ষা কেন্দ্রের নাম জানা যাবে। অর্থাৎ জুন মাসের ৫ তারিখের ১০ দিন আগে থেকে চাকরি প্রার্থীরা তাদের পরীক্ষার কেন্দ্র এবং তারিখ সম্পর্কে জেনে নিতে পারবেন।
- পরীক্ষার হলে অবশ্যই ৩০ মিনিট আগে পৌঁছে যেতে হবে।
- প্রতিটি চাকরিপ্রার্থী তাদের E-Call Letter বা এডমিট কার্ডটি নিজের পরীক্ষার তারিখের চার দিন আগে ডাউনলোড করতে পারবেন।
- পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পরে প্রতিটি চাকরি প্রার্থীর বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে। এর জন্য অবশ্যই সঙ্গে অরিজিনাল আধার কার্ড রাখতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখনো পর্যন্ত আধার কার্ডের অথেন্টিকেশন করেন নি, তাদের www.rrbapply.gov.in -এই অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে আধার ভেরিফিকেশন করে নিতে হবে।
Railway NTPC Question Sets | |
---|---|
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১ | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2 | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1 | Click Here |