চাকরির খবর

RRB NTPC Recruitment 2024: ভারতীয় রেলের ১১,৫৫৮ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল

ভারতীয় রেলের পক্ষ থেকে বিপুল পরিমাণ শূন্যপদে নন-টেকনিক্যাল কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত শূন্যপদগুলিতে আবেদন করার পূর্বে নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।

Advertisement

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। ভারতীয় রেলের পক্ষ থেকে ১১,৫৫৮ টি শূন্যপদে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) বিভাগে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রাজুয়েট এবং আন্ডার গ্রেজুয়েট বিভাগের বিভিন্ন শূন্যপদে এই কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

RRB NTPC Recruitment 2024

Employment No.— CEN No. 05/2024 (Graduate) & 06/2024 (Undergraduate)

পদের নাম (Graduate)— Chief Commercial cum Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant cum Typist, Senior Clerk cum Typist
মোট শূন্যপদ— ৮১১৩ টি।

RRB NTPC Recruitment 2024 (Graduate)
পদের নামমোট শূন্যপদমাসিক বেতন
Chief Commercial cum Ticket Supervisor১৭৩৬ টি ৩৫,৪০০ টাকা
Station Master৯৯৪ টি ৩৫,৪০০ টাকা
Goods Train Manager৩১৪৪ টি ২৯,২০০ টাকা
Junior Account Assistant cum Typist১৫০৭ টি ২৯,২০০ টাকা
Senior Clerk cum Typist ৭৩২ টি ২৯,২০০ টাকা

RRB NTPC Recruitment 2024

চাকরির খবরঃ কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দেখে নিন

শিক্ষাগত যোগ্যতা— উপরে উল্লিখিত গ্রাজুয়েট লেভেলের সমস্ত পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বয়সসীমা— গ্রাজুয়েট লেভেলের সমস্ত শূন্যপদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় উপলব্ধ থাকবে।

RRB NTPC Recruitment 2024

পদের নাম (Undergraduate)— Commercial Cum Ticket Clerk, Accounts Clerk cum Typist, Junior Clerk cum Typist, Trains Clerk
মোট শূন্যপদ— ৩৪৪৫ টি।

RRB NTPC Recruitment 2024 (Undergraduate)
পদের নামমোট শূন্যপদমাসিক বেতন
Commercial Cum Ticket Clerk২০২২ টি ২১,৭০০ টাকা
Accounts Clerk cum Typist৩৬১ টি ১৯,৯০০ টাকা
Junior Clerk cum Typist৯৯০ টি ১৯,৯০০ টাকা
Trains Clerk৭২ টি ১৯,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা— উপরে উল্লেখিত আন্ডার গ্রাজুয়েট লেভেলের সমস্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বয়সসীমা— আন্ডার গ্রাজুয়েট লেভেলের শূন্যপদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় উপলব্ধ থাকবে।

আবেদন পদ্ধতি— সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে প্রার্থীদের। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত শাখার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। নির্দিষ্ট ওয়েবসাইটে প্রথমে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদন করার পেজে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। তথ্যগুলি পূরণ করার পরে নির্দেশ অনুযায়ী গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদন সাবমিট করতে হবে।

আবেদন ফি— তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত আবেদনকারী, এক্স সার্ভিস ম্যান, প্রতিবন্ধী, মহিলা, ট্রান্স জেন্ডার এবং ওবিসি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করার পর নির্দিষ্ট ব্যাঙ্ক চার্জেস্ট বাদে বাকি থাকা আবেদন ফি ফেরত পাবেন পরীক্ষার্থীরা। উল্লিখিত শ্রেণি ছাড়া বাকি সমস্ত শ্রেণীর আবেদনকারীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। এক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করার পর ৪০০/- টাকা ফেরত পাবেন পরীক্ষার্থীরা।

যেসব ডিভিশন থেকে আবেদন করা যাবে সেগুলি হল— আমেদাবাদ, আজমের, বেঙ্গালুরু, ভূপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চন্ডিগড়, চেন্নাই, গোরক্ষপুর, গোয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফফরপুর, পাটনা, প্রয়াগ রাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি এবং তিরুপন্তিপুরম।

চাকরির খবরঃ এই মুহূর্তে যেসব চাকরির আবেদন চলছে

আবেদনের শেষ তারিখ—  আন্ডার গ্রাজুয়েট পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে। আবেদন নথিভুক্ত করার শেষ তারিখ হলো ২০ অক্টোবর, ২০২৪। গ্রাজুয়েট পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে। আবেদন নথিভুক্ত করার শেষ তারিখ হলো ১৩ অক্টোবর, ২০২৪।

RRB NTPC Recruitment 2024

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles