এক নজরে
NTPC UG Important Current Affairs: ভারতীয় রেলওয়ের তরফ থেকে NTPC পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথমে সিলেবাস জানতে হয়, তারপরে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বা Previous Year Question (PYQ) নিয়ে রিসার্চ করতে হয়। তবেই বোঝা যায় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের জন্য Railway NTPC UNDER GRADUATE PYQ PDF (Bengali Version) সেট এই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।
NTPC UG Important Current Affairs Set in Bengali
আজকের এই পোস্টে Railway NTPC UG পরীক্ষার ১৫ টি প্রশ্ন পাবলিশ করা হলো। Download Railway NTPC PYQ PDF in Bengali. আপনারা খুব সহজেই এই প্রশ্নোত্তর গুলির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। রেলওয়ের যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রেলওয়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়।
NTPC Previous Year Question Paper PDF Download in Bengali
Railway NTPC UG পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে এই Railway NTPC UG Practice Set গুলি তৈরী করা হয়েছে। বিশেষত যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই সেটগুলি খুবই কার্যকরী হবে। প্রতিদিনের Railway NTPC UG Practice Set এ 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের Previous Year Question সেটেও 15 টি প্রশ্ন রয়েছে।
Railway NTPC Syllabus 2024: Click Here
Railway NTPC UG Important Current Affairs Set 8:
1. সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানী ‘Breakthrough Prize 2025’ জিতেছেন ক্যান্সার রিসার্চের জন্য?
A. ভেঙ্কটরামন রামকৃষ্ণান
B. অভিজিৎ ব্যানার্জি
C. মনোজ দাস
D. সিদ্ধার্থ মুখার্জি
✔ সঠিক উত্তর: D. সিদ্ধার্থ মুখার্জি
ব্যাখ্যা: ভারতীয়-আমেরিকান চিকিৎসক সিদ্ধার্থ মুখার্জি ক্যান্সার চিকিৎসা এবং জেনেটিক গবেষণায় অসামান্য অবদানের জন্য ‘Breakthrough Prize 2025’ পেয়েছেন। এটি “Science Oscars” নামেও পরিচিত।
2. ২০২৫ সালে কোন দেশ প্রথম “Space-Based Solar Power” স্টেশন চালু করে?
A. ভারত
B. যুক্তরাষ্ট্র
C. চীন
D. জাপান
✔ সঠিক উত্তর: C. চীন
ব্যাখ্যা: চীন বিশ্বের প্রথম “space-based solar power station” সফলভাবে চালু করেছে, যার মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীতে সৌরশক্তি প্রেরণ করা হচ্ছে। এটি শক্তি উৎপাদনের ক্ষেত্রে এক ঐতিহাসিক ঘটনা।
3. সম্প্রতি ২০২৫ সালে WTO (World Trade Organization)-এর নতুন ডিরেক্টর জেনারেল কে নির্বাচিত হয়েছেন?
A. Ngozi Okonjo-Iweala
B. Kristalina Georgieva
C. Harsh Vardhan Shringla
D. Arancha González
✔ সঠিক উত্তর: C. Harsh Vardhan Shringla
ব্যাখ্যা: প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা WTO-এর নতুন মহাপরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। এটি ভারতের কূটনৈতিক মহলে বড় সাফল্য।
4. ২০২৫ সালের G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে?
A. মস্কো
B. ব্রাজিলিয়া
C. নিউ দিল্লি
D. জাকার্তা
✔ সঠিক উত্তর: B. ব্রাজিলিয়া
ব্যাখ্যা: ২০২৫ সালের G20 সম্মেলন ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় অনুষ্ঠিত হবে। ভারত ২০২৩ সালে এই বৈঠকের আয়োজক ছিল।
5. সম্প্রতি চালু হওয়া “Project NILA” কীসের সঙ্গে সম্পর্কিত?
A. পরিবেশ সংরক্ষণ
B. জলবায়ু পরিবর্তন
C. বন্যপ্রাণী সুরক্ষা
D. নীল অর্থনীতি
✔ সঠিক উত্তর: D. নীল অর্থনীতি
ব্যাখ্যা: Project NILA (National Initiative for Blue Economy) সমুদ্র-ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার একটি কেন্দ্রীয় প্রকল্প, যা ভারত ২০২৫ সালে চালু করেছে।
RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇
6. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO সম্প্রতি কোন নতুন রকেট ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছে?
A. Vikas Mk-3
B. SCE-200
C. Agni-VI
D. Gaganyaan Turbo
✔ সঠিক উত্তর: B. SCE-200
ব্যাখ্যা: ISRO সফলভাবে SCE-200 cryogenic ইঞ্জিনের পরীক্ষা করেছে, যা ভবিষ্যতের Gaganyaan ও অন্যান্য ভারী উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হবে।
7. সম্প্রতি ‘Global Startup Ecosystem Report 2025’-এ ভারতের কোন শহর শীর্ষ দশে স্থান পেয়েছে?
A. মুম্বাই
B. বেঙ্গালুরু
C. হায়দরাবাদ
D. পুনে
✔ সঠিক উত্তর: B. বেঙ্গালুরু
ব্যাখ্যা: বেঙ্গালুরু ২০২৫ সালের বিশ্ব স্টার্টআপ রিপোর্টে শীর্ষ ১০ শহরের মধ্যে স্থান পায়। এটি প্রযুক্তি, AI, এবং SaaS স্টার্টআপ হাবে রূপান্তরিত হয়েছে।
8. সম্প্রতি প্রকাশিত “QS World University Rankings 2025”-এ ভারতের কোন বিশ্ববিদ্যালয় প্রথম দশে প্রবেশ করেছে?
A. IIT Bombay
B. IISC Bangalore
C. IIT Delhi
D. JNU
✔ সঠিক উত্তর: B. IISC Bangalore
ব্যাখ্যা: IISC Bangalore প্রথমবারের মতো বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রবেশ করেছে গবেষণার মান এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য।
9. কোন ভারতীয় রাজ্য প্রথমবারের মতো “AI Policy 2025” ঘোষণা করেছে?
A. কর্ণাটক
B. মহারাষ্ট্র
C. গুজরাট
D. তেলেঙ্গানা
✔ সঠিক উত্তর: D. তেলেঙ্গানা
ব্যাখ্যা: তেলেঙ্গানা সরকার ২০২৫ সালে ভারতের প্রথম “AI-Driven Governance Policy” চালু করে, যা AI এর মাধ্যমে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর উদ্যোগ।
10. সম্প্রতি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম “Hydrogen Fuel Cell Bus” চালু হয়েছে?
A. দিল্লি
B. লাদাখ
C. চণ্ডীগড়
D. আন্দামান
✔ সঠিক উত্তর: B. লাদাখ
ব্যাখ্যা: লাদাখে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করে বাস চালু হয়। এটি পরিবেশবান্ধব পরিবহণের দিকে একটি বড় পদক্ষেপ।
11. সম্প্রতি ভারতের কোন প্রাক্তন প্রধান বিচারপতি রাষ্ট্রপতির উপদেষ্টা নিযুক্ত হয়েছেন?
A. এস এ বোবদে
B. এন ভি রমনা
C. উদয় উমেশ ললিত
D. টি এস ঠাকুর
✔ সঠিক উত্তর: B. এন ভি রমনা
ব্যাখ্যা: প্রাক্তন প্রধান বিচারপতি এন ভি রমনা ২০২৫ সালে রাষ্ট্রপতির সংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।
12. সম্প্রতি কোন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট ভারতে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালে?
A. কমনওয়েলথ গেমস
B. এশিয়ান গেমস
C. ব্রিকস গেমস
D. ফিফা অনূর্ধ্ব-২০
✔ সঠিক উত্তর: C. ব্রিকস গেমস
ব্যাখ্যা: ভারত ২০২৬ সালে প্রথমবারের মতো ব্রিকস গেমসের আয়োজক দেশ হবে, যা পাঁচটি সদস্য দেশের ক্রীড়া প্রতিযোগিতা।
13. সম্প্রতি ভারতের কোন নতুন টেলিকম উপগ্রহ উৎক্ষেপণ করেছে ISRO?
A. GSAT-24
B. GSAT-32
C. BharatNet-1
D. NAVIC-3
✔ সঠিক উত্তর: B. GSAT-32
ব্যাখ্যা: GSAT-32 টেলিকম স্যাটেলাইটটি ভারতের রুরাল কানেক্টিভিটি উন্নয়নের জন্য বিশেষভাবে তৈরি।
14. সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি বিশ্বের প্রথম “Solar Electric Air Taxi” তৈরি করেছে?
A. Mahindra Aerospace
B. Vinata Aeromobility
C. HAL
D. Tata Advanced Systems
✔ সঠিক উত্তর: B. Vinata Aeromobility
ব্যাখ্যা: Vinata Aeromobility ভারতের প্রথম এবং বিশ্বের অন্যতম প্রথম Solar-Electric Air Taxi ডেভেলপ করেছে, যা Vertical Takeoff সক্ষম।
15. সম্প্রতি কোন রাজ্য “Mission Garima 2.0” চালু করেছে সাফাই কর্মীদের সুরক্ষার জন্য?
A. উত্তরপ্রদেশ
B. মহারাষ্ট্র
C. গুজরাট
D. বিহার
✔ সঠিক উত্তর: A. উত্তরপ্রদেশ
ব্যাখ্যা: ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ এবং সাফাই কর্মীদের কল্যাণের জন্য উত্তরপ্রদেশ সরকার ‘Mission Garima 2.0’ চালু করেছে।
Railway NTPC Question Sets | |
---|---|
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১ | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2 | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1 | Click Here |