RRB Recruitment: কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যে সমস্ত চাকরিপ্রার্থীরা ভারতীয় রেলের পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন তারা এবার সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। ২০ থেকে ৩৩ বছর বয়সী চাকরির জন্য এই নিয়োগ হতে চলেছে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ইচ্ছুক আবেদনকারীরা আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগ সম্পর্কে যাবতীয় তথ্য বিস্তারিত জেনে নিন।
পদের নাম- সেকশন কন্ট্রোলার।
মোট শূন্য পদের সংখ্যা- ৩৬৮ টি।
মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন ক্রমের ৬ পে স্কেল অনুসারে প্রত্যেকটি নিযুক্ত কর্মীর বেতন নির্ধারণ করা হয়েছে। কর্মীরা প্রতিমাসে ন্যূনতম ৩৫,৪০০ টাকা বেতন পাবেন। এর পাশাপাশি রেলের একাধিক সুযোগ-সুবিধা মিলবে এই নিয়োগের ক্ষেত্রে।
বয়স সীমা- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের ০১/০১/২০২৬ তারিখ অনুসারে ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যবর্তী হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে সরকারি সংরক্ষণের নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
চাকরির খবরঃ নদীয়া জেলায় কেরানি পদে কর্মখালি
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা-
১) আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
২) পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোন রাজ্য থেকে চাকরি প্রার্থীরা পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন জানাতে পারবেন।
৩) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি। এইক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই অপেক্ষা করতে হবে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের জন্য।
৪) আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের রেলের A2 মেডিকেল স্ট্যান্ডার্ড অনুসারে যোগ্য হতে হবে।
চাকরির খবরঃ LIC তে ৮৪১টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
প্রয়োজনীয় নথি-
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও সার্টিফিকেট,
- বয়সের প্রমাণ,
- সরকারি পরিচয় পত্র,
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে),
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি,
- আবেদনকারীর স্বাক্ষর ইত্যাদি।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রতিটি চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। এই পদের জন্য আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ ই সেপ্টেম্বর থেকে। চাকরি প্রার্থীদের ওই তারিখের পর নিজস্ব রিজিওনাল রেলের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের www.rrbkolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে এবং ১৪/১০/২০২৫ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে। এর পাশাপাশি ওই তারিখের মধ্যেই প্রয়োজনীয় আবেদন মূল্য জমা দিতে হবে।