এক নজরে
RRB TTE Recruitment: কেন্দ্র সরকারের বিভিন্ন জনপ্রিয় চাকরিগুলির মধ্যে রেলের চাকরি অন্যতম। পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র ভারতবর্ষের বিপুল পরিমাণ চাকরিপ্রার্থী রেলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রতিবছর প্রস্তুতি নিয়ে থাকেন। রেলের চাকরির ক্ষেত্রে একাধিক পদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো TTE বা টিকিট পরীক্ষক এর চাকরি। তবে অনেক সময় এই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করার পর কীভাবে এই পদের জন্য আবেদন জানাতে হয়, বা কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করে এই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, সেইগুলি জানা থাকে না চাকরিপ্রার্থীদের। তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে EXAM BANGLA র তরফে আগামী দিনের চাকরীপ্রার্থীদের জন্য রেলের TTE পদ এবং এই পদে নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
RRB TTE Recruitment
ভারতীয় রেলওয়েতে যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং টিকিট বিষয়ক পরীক্ষা-নিরীক্ষার জন্য TTE পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হয়। যাত্রীদের টিকিট পরীক্ষা করে তাদের সঠিক জায়গা দেখিয়ে দেওয়া এবং ট্রেনের মধ্যে কোন ধরনের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্যই এই পদে কর্মীদের নিয়োগ করা হয়ে থাকে। তবে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি সাধারণ স্টেশন গুলিতেও টিকিট পরীক্ষক নিযুক্ত থাকেন।
RRB TTE Recruitment এর জন্য কোন যোগ্যতার প্রয়োজন হয়?
ভারতীয় রেলের TTE পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বরের সাথে যে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি ডিপ্লোমা কোর্স করা থাকলেও চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। তবে এই পদের আবেদনের জন্য অবশ্যই আবেদনকারী কে একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং দেশের যেকোনো রাজ্যের যেকোনো স্থান থেকেই চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
রেলের এই পদটিতে আবেদন জানানোর জন্য-
১) প্রত্যেকটি প্রার্থীকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা প্রকাশিত সমস্ত মানদন্ড পূরণ করতে হবে।
২) চাকরি প্রার্থীদের দূরদর্শিতা – ৬/৯, ৬/১২ চশমা সহ ও ছাড়া এবং নিকট দৃষ্টি – ০.৬, ০.৬ চশমা সহ ও ছাড়া হতে হবে।
TTE পদে নিযুক্ত হলে কত বেতন পাবেন?
ভারতীয় রেলের বিভিন্ন জনপ্রিয় পদের মধ্যে TTE পদটি অন্যতম। এই পদে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন ক্রম অনুসারে বেতন দেওয়া হয়।
RRB TTE Recruitment এর জন্য কোন কোন বিষয়ের প্রস্তুতি নিতে হয়?
প্রতিবছরই ভারতীয় রেলওয়ের তরফে TTE পদের আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। মূলত রেলের আন্ডারগ্রাজুয়েট NTPC পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীরা এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হতে পারেন। তবে এই নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়। আবেদনে ইচ্ছুক সকল চাকরিপ্রার্থীকে সাধারণ জ্ঞান, গণিত এবং রিজিনিং বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিতে হয়। এক্ষেত্রে মোট ১৫০ টি প্রশ্ন থাকে।
আরও পড়ুনঃ প্রকাশিত হলো NTPC আন্ডারগ্রাজুয়েট পরীক্ষার তারিখ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
RRB TTE Recruitment এর জন্য ১৫০ নম্বরের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরিপ্রার্থী একটি নির্দিষ্ট ট্রেন এবং স্টেশনে প্রশিক্ষণ দেওয়া হয়। সম্পূর্ণ প্রশিক্ষণের শেষে চাকরি প্রার্থীকে সরাসরি কর্মী হিসেবে নিযুক্ত করা হয়।
Railway NTPC Question Sets | |
---|---|
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১ | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2 | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1 | Click Here |