চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

কলকাতায় মাইক্রোওয়েভ ইলেকট্রনিক রিসার্চ সেন্টারে প্রশিক্ষণ দ্বারা বিভিন্ন অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে- মেয়ে সবাই আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত বিশদে আলোচনা করা হলো।

যেসব ট্রেড নিয়োগ করা হবে সেগুলি হলো- ১) ফিটার, ২) ইলেকট্রনিক, ৩)ইলেকট্রনিক্স/ মেকানিক, ৪) COPA/ PASAA, ৫) মেশিনিস্ট
মোট শূন্যপদ- ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা- COPA/ PASAA ট্রেড বাদে বাকি ট্রেড গুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে, ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ। এবং COPA/ PASAA ট্রেডে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে, যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
স্টাইপেন্ড- কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন।

[quads id=10]

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবেনা। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউ স্থানে হাজিরা দিতে হবে। ইন্টারভিউ এর তারিখ ২০/৪/২০২২।
ইন্টারভিউয়ের স্থান- SOCIETY FOR APPLIED MICROWAVE ELECTRONICS ENGINEERING AND RESEARCH PLOT – L2, BLOCK – GP, SECTOR – V, SALT LAKE ELECTRONICS COMPLEX, KOLKATA – 700091,Ph: 033 2357 4875 / 4894, Email: hrd@mmw.sameer.gov.in

চাকরির খবরঃ দামোদর ভ্যালি কর্পোরেশনের চাকরির সুযোগ

নির্বাচন পদ্ধতি- প্রার্থীদের অভিজ্ঞতা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে।

[quads id=10]

Daily Job Update: Click Here
Official Notice: Download Now
Official Website: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ