চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SBI Asha Scholarship | প্রতিমাসে ৪০ হাজার টাকা পাওয়ার সুযোগ

State Bank of India (SBI) ফাউন্ডেশন শুরু করেছে আশা স্কলারশিপ। এ বছরেও State Bank of India (SBI) ‘Asha Scholarship 2023’ -এর আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি ভারত সরকারের এই সংস্থা জানিয়েছে উক্ত স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ভারতবর্ষের মেধাবী ও দুস্থ ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে সমাজে অনগ্রসর জনজাতির উন্নয়নের স্বার্থে কাজ করতে চায় SBI Foundation। এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন।

যোগ্যতা- শুরুতেই আসুন দেখে নেই কোন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কি কি ক্রাইটেরিয়া পূরণ করলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। State Bank of India (SBI) -এর পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে, ভারতবর্ষের যেকোনো NIRF অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে আইআইটি (IIT), আইআইএম (IIM) অথবা PhD পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে, বিগত বছরে প্রার্থীদের কমপক্ষে ৭৫% একাডেমিক স্কোর থাকত হবে এবং তাদের পারিবারিক আয় বার্ষিক ৩ লক্ষ টাকার কম হতে হবে।

চাকরির খবরঃ জেলা শাসকের দপ্তরে কর্মী নিয়োগ

State Bank of India (SBI) সংস্থার তরফে জানানো হয়েছে চলতি বছরে আবেদনকারী যোগ্য প্রার্থীরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অবধি স্কলারশিপ রাশি পেতে পারেন।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীরা বাড়িতে বসেই নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাড়িতে বসে আবেদন করার জন্য প্রার্থীদের State Bank of India (SBI) প্রদত্ত নির্দিষ্ট ওয়েবসাইট লিংক এ গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সমস্ত তথ্যাদি সঠিকভাবে পূরণ করার পর ‘সাবমিট’ বটনে ক্লিক করতে হবে।

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

[quads id=10]

আবেদনের সময়সীমা- উক্ত স্কলারশিপের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ৩০শে এপ্রিল, ২০২৩ অবধি উক্ত স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে।

আবেদনযোগ্য ইচ্ছুক প্রার্থীদের জন্য নিচে আবেদনের লিংক দেওয়া থাকলো। যোগ্য প্রার্থীরা নিচের লিংকে ক্লিক করে স্কলারশিপের জন্য সরাসরি আবেদন করুন।

join Telegram

Apply Now: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ