স্টেট ব্যাংকে ২০৫০ সার্কেল অফিসার নিয়োগ, আজই অনলাইন আবেদন করুন

Published By: Exam Bangla | Published On:
Share:

পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থীরা যারা ব্যাংকিং সেক্টরে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), ২০২৫-২৬ বর্ষের জন্য সার্কেল বেসড অফিসার (Circle Based Officer – CBO) পদে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ২০৫০টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এর মধ্যে অনেকগুলি শূন্যপদ পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলেও রয়েছে। আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এবং বেতন নিয়ে বিস্তারিত জানানো হলো আজকের প্রতিবেদনে।

স্টেট ব্যাংকে ২০৫০ সার্কেল অফিসার নিয়োগ

স্টেট ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তি (Advertisement No: CRPD/CBO/2025-26/18) অনুযায়ী এক্ষেত্রে সারাদেশের বিভিন্ন সার্কেলে মোট ২০৫০টি নিয়মিত শূন্যপদ রয়েছে। সার্কেল ওয়াইস শূন্যপদের সংখ্যা নীচে বিস্তারিত উল্লেখ করা হলো।

সার্কেল শূন্যপদ
অমরাবতী ৯৭
বেঙ্গালুরু ২০০
ভোপাল ৯৭
ভুবনেশ্বর ৮০
চন্ডিগড় ১০৩
চেন্নাই ১৬৫
গান্ধীনগর ১৪
গুয়াহাটি ৬৮
হায়দ্রাবাদ ৮০
জয়পুর ১০৩
কলকাতা ২০০
লক্ষ্নৌ ২০০
মহারাষ্ট্র ১৯৪
মুম্বাই ১৪৩
নিউ দিল্লি ৭৬
তিরুবনন্তপুরম ৫০

কলকাতা সার্কেলের মধ্যে পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিম মিলিয়ে শূন্যপদ আছে। ক্যাটেগরিভিত্তিক শূন্যপদের বিন্যাস নীচে দেখানো হল।

ক্যাটাগরি শূন্যপদ
GEN 81
SC 30
ST 15
OBC 54
EWS 20

আবেদনের যোগ্যতা

১) শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে নূন্যতম স্নাতক পাস হতে হবে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য।
২) কাজের অভিজ্ঞতা: যেকোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংক বা রিজিওনাল রুরাল ব্যাংকে অফিসার হিসেবে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (৩১.১২.২০২৫ তারিখের মধ্যে)।
৩) স্থানীয় ভাষা: প্রার্থী যে সার্কেলের জন্য আবেদন করবেন, সেই সার্কেলের স্থানীয় ভাষা পড়তে, লিখতে এবং বুঝতে দক্ষ হতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স ২১ বছরের কম এবং ৩০ বছরের বেশি হওয়া চলবে না। অর্থাৎ, প্রার্থীর জন্ম ০১.০১.১৯৯৬ থেকে ৩১.১২.২০০৪-এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

ক্যাটাগরি বয়সে ছাড়
SC/ ST ৫ বছর
OBC ৩ বছর
PwD ১০ থেকে ১৫ বছর পর্যন্ত

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ প্রার্থীরা ৪৮,৪৮০/- টাকা বেসিক পে পাবেন Junior Management Grade Scale-I অনুসারে ।এছাড়াও DA, HRA, PF, NPS এবং অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।

কীভাবে আবেদন করবেন?

আবেদনের জন্য,
১) প্রথমে আগ্রহী প্রার্থীদের এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.bank.in/web/careers – এ যেতে হবে।
২) ‘Click here for new registration’ এ ক্লিক করে নিজের নাম, বয়স, ফোন নাম্বার, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) মোবাইল এবং ইমেইল ওটিপি ভেরিফাইড হবার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
৪) এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
৫) সবশেষে আবেদন ফি জমা করে দিলেই কাজ শেষ।

আবেদন ফি

ক্যাটাগরি আবেদন ফি
General, OBC এবং EWS প্রার্থীদের জন্য: ৭৫০/- টাকা।
SC, STএবং PwBD প্রার্থীদের জন্য: কোনো ফি লাগবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • এক কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
  • বয়সের প্রমাণপত্র
  • আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা অন্য যেকোনো সচিত্র
  • পরিচয় পত্র
  • স্নাতক পাশের মার্কশিট
  • লেফট থাম্ব ইমপ্রেসন
  • একটি হাতে লেখা ডিক্লারেশন (বিষয়বস্তু অফিশিয়াল
  • নোটিফিকেশনে পাওয়া যাবে)
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে )
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)

নিয়োগ পদ্ধতি

নিয়োগ প্রক্রিয়াটি চারটি পর্যায়ে সম্পন্ন হবে:
১) অনলাইন পরীক্ষা: অনলাইন পরীক্ষা হবে দুটি ধাপে, একটি ১২০ নম্বরের অবজেক্টিভ টেস্ট, মোট সময় ২ ঘণ্টা। আর একটি ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টেস্ট ইংরেজি ভাষার ওপর, সময় ৩০ মিনিট। অবজেকটিভ পরীক্ষার প্যাটার্ন নীচে বিস্তারিত বলা হল।

Test Name of the Test No. of Qs. Max. Marks Duration
I English Language 30 30 30 minutes
II Banking Knowledge 40 40 40 minutes
III General Awareness/ Economy 30 30 30 minute
IV Computer Aptitude 20 20 20 minutes
Total 120 120 2 hours

২) স্ক্রিনিং: দ্বিতীয় ধাপে হবে প্রার্থীর অভিজ্ঞতা এবং নথিপত্র যাচাই।
৩) ইন্টারভিউ: ফাইনাল ও তৃতীয় ধাপে হবে ৫০ নম্বরের সাক্ষাৎকার।
৪) স্থানীয় ভাষা পরীক্ষা: যারা ১০ম বা ১২ম শ্রেণিতে সংশ্লিষ্ট স্থানীয় ভাষা পড়েননি, তাদের এই পরীক্ষায় বসতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

আগ্রহী প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে দেওয়া হলো:

  • অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা: ২৯.০১.২০২৬ থেকে ১৮.০২.২০২৬ পর্যন্ত।
  • অনলাইন পরীক্ষার প্রবেশপত্র (Call Letter) ডাউনলোড: মার্চ ২০২৬ (সম্ভাব্য)।
  • অনলাইন পরীক্ষার তারিখ: মার্চ ২০২৬ (সম্ভাব্য)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, শুরুতেই বেতন ১৮ হাজার টাকা রাজ্যের ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১২ হাজার টাকা কলকাতায় কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৮ হাজার টাকা WBSSC Group C D Exam Date 2026: ভোটের আগেই পরীক্ষা? জেনে নিন এক্ষুনি ৩৫০ শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ, আজ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল