SBI Recruitment 2025: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্যে বিরাট বড়ো সুখবর! সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার এক দুর্দান্ত সুযোগ এসেছে চাকরিপ্রার্থীদের কাছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সময় নষ্ট না করে শীঘ্রই আবেদন করে ফেলুন, কারণ অনলাইনে আবেদনের সময়সীমা খুবই সীমিত। বিজ্ঞপ্তিতে উল্লেখ তথ্য বিস্তারিতভাবে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
নিয়গকারী সংস্থা- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
পদের নাম- ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট)
মোট শূন্যপদ- ৬৩ টি
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে এমবিএ (ফাইন্যান্স) / পিজিডিবিএ / পিজিডিএম / এমএমএস (ফাইন্যান্স) / সিএ/ সিএফএ / আইসিডব্লিউএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, কর্পোরেট ক্রেডিট বা উচ্চ-মূল্যের ক্রেডিট -এর ক্ষেত্রে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা (নির্বাহী/ তত্ত্বাবধায়ক/ ব্যবস্থাপনা ভূমিকায়) থাকা আবশ্যক। এই অভিজ্ঞতা শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্ক বা পাবলিক/ লিস্টেড আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট ক্রেডিট প্রস্তাবগুলির মূল্যায়ন/ নিরূপণ সংক্রান্ত হতে হবে।
চাকরির খবরঃ ৩৫০০ শূন্যপদে কানাড়া ব্যাংকে কাজের সুযোগ! মাসিক ভাতা ১৫,০০০ টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৩১.০৮.২০২৫ অনুযায়ী ২৫ থেকে ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট অ্যানালিস্টের বেতন হবে ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০/- টাকা
আবেদন মূল্য- জেনারেল/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৭৫০ টাকা
এসসি/ এসটি/ পিএইচ প্রার্থীদের জন্যে কোনো আবেদন ফি দিতে হবে না।
আবেদন প্রক্রিয়া-
প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ https://bank.sbi/web/careers/current-openings লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
এবং ইন্টারনেট ব্যাংকিং/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
প্রার্থীদের বৈধ ইমেল আইডি/ মোবাইল ফোন নম্বর থাকতে হবে যা ফলাফল ঘোষণা পর্যন্ত সক্রিয় রাখতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ প্রক্রিয়া-
যোগ্য প্রার্থীদের ৪ টি ধাপে নির্বাচন করা হবে।
- সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে
- ব্যক্তিগত সাক্ষাৎকার
- ডকুমেন্ট যাচাই
- মেডিক্যাল পরীক্ষা
সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ/ কললেটার ইমেলের মাধ্যমে পাঠানো হবে অথবা ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হবে।
কোনও হার্ড কপি পাঠানো হবে না।
প্রবেশন পিরিয়ড- ০৬ মাস
আবেদনের শেষ তারিখ- ১৫.১০.২০২৫
অবেদন ও নিয়োগ সম্পর্কিত আরও কোনো বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।