এক নজরে
School Holidays in July: জুলাই মাসের শুরুতেই একাধিক ছুটি থাকবে রাজ্যের বিদ্যালয় গুলিতে। একসাথে একটানা ১২ দিন ছুটির ঘোষণা করা হলো। এর আগের মাসেই প্রচন্ড গরমের দাবদাহের কারণে নাজেহাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। এর কারণের দীর্ঘ গরমের ছুটি কাটিয়ে অবশেষে বর্ষার মুখোমুখি হয়েছে রাজ্য। তবে বর্ষাকালেও ঘন কালো মেঘ ও প্রচন্ড বৃষ্টির কারণে অনেক সময় এই বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা। এর কারণে সমস্যায় পড়তে হয় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাকে। তবে এবারে জুলাই মাসে একসাথে ১২টি ছুটির ঘোষণা করল রাজ্য। কোন কোন কারনে এই ছুটি পাবেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা? জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।
School Holidays in July
পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রীষ্মের ছুটি (Summer Vacation) শেষ হওয়ার পরে শনি ও রবিবার বাদে জুন মাসে তেমন কোন ছুটি পাননি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারীরা। তবে এবারের সকলের জন্যই প্রচুর ছুটির ঘোষণা করা হয়েছে। এই মাসেই একটানা ১২ দিন ছুটি পাবেন ছাত্র-ছাত্রীরা। তবে এখন মনে হতে পারে, এক মাসে এতগুলি ছুটি ঠিক কোন কারণে দেওয়া হচ্ছে? আসলে জুলাই মাসে একসাথে পরপর বেশ কয়েকটি উৎসব রয়েছে। এই সমস্ত উৎসবগুলির কারণে রাজ্যের একাধিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র যে সরকারি বিদ্যালয়ে গুলি বন্ধ থাকবে তাই নয়, এর পাশাপাশি বেসরকারি স্কুলগুলিও বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। তবে এই মাসে বেশ কয়েকটি এমন ছুটিও রয়েছে, যেখানে সমগ্র ভারতবর্ষের বিদ্যালয়গুলি বন্ধ থাকতে চলেছে।
কোন কোন তারিখে বিদ্যালয় বন্ধ থাকছে?
জুলাই মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখে রাজ্যের স্কুল গুলি বন্ধ (School Holidays in July) থাকার নির্দেশ রয়েছে। এই চার দিনে গোটা ভারতবর্ষের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ থাকবে এর পাশাপাশি অফিস আদালত সব জায়গাতেই ছুটি থাকবে এই দিনগুলিতে। এর কারণ হলো জুলাই মাসে এই চার দিন রবিবার রয়েছে। এই রবিবারের ছুটি প্রত্যেক মাসেই ছাত্র-ছাত্রীরা পেয়ে থাকেন। তবে এই মাসে রবিবারের পাশাপাশিও আরও একাধিক ছুটি (School Holidays) এর ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ জুলাই মাসে আবারো টানা ছুটি পড়তে চলেছে রাজ্যের বিদ্যালয় গুলিতে
যেমন, জুলাই মাসের ৩ তারিখে ছিলখারছি পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের না হলেও ত্রিপুরা রাজ্যের বিদ্যালয় গুলি বন্ধ ছিল। ৫ই জুলাই শনিবার হওয়াতে রাজ্যের বেশ কিছু বিদ্যালয়ে ছুটি (School Holidays) রয়েছে। তবে ওই দিন হরগোবিন্দের জন্মদিন উপলক্ষে জম্মু ও কাশ্মীরের সমস্ত বিদ্যালয় গুলিতেই ছুটি ঘোষণা করা হয়েছে। এরপরে ৬ তারিখ রবিবার বাদ দিয়ে ৭ তারিখ মহরমের ছুটি উপলক্ষে সমগ্র বাংলার প্রত্যেকটি বিদ্যালয় বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ আমূল পরিবর্তন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষায়
পশ্চিমবঙ্গ রাজ্যে কত দিন ছুটি থাকবে?
এই ছুটি গুলি মিলিয়ে মোট ৬ থেকে ৭ দিন ছুটির ঘোষণা করা হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। যদিও এর পাশাপাশি সমগ্র দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব উপলক্ষে বিদ্যালয় এবং অফিস আদালত বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে যে রাজ্যের উৎসব বা অনুষ্ঠান রয়েছে, সেই রাজ্যের বিদ্যালয়ে এবং অফিস কাছারি বন্ধ রাখার নির্দেশ রয়েছে সরকারের।
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇