চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৬ | Sitaram Jindal Scholarship 2026 Application form download pdf

---Advertisement---

সীতারাম জিন্দাল স্কলারশিপ ছাত্র- ছাত্রীদের কাছে একটি অতি পরিচিত স্কলারশিপ। প্রতি বছর মাধ্যমিক পাস থেকে শুরু করে সমস্ত সাধারণ ও পেশাগত কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই স্কলারশিপের সুবিধা পান। ৩২০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় তাদের। ২০২৫- ২৬ শিক্ষাবর্ষে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য এই বছরের স্কলারশিপের আবেদন প্রক্রিয়ার সমস্ত খুঁটিনাটি নীচে দেওয়া হল।

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৬

স্কলারশিপের নাম
সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৬
স্কলারশিপের ধরন বেসরকারি
প্রদানকারী সংস্থা
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাশ থেকে স্নাতকোত্তর
টাকার পরিমান
৫০০ থেকে ৩২০০ টাকা
আবেদন প্রক্রিয়া অনলাইনে
অফিসিয়াল ওয়েবসাইট

শিক্ষাগত যোগ্যতা

স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নীচে বিস্তারিত বলা হলো।

একাদশ ও দ্বাদশ যারা এখন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন, তাদের মধ্যে যারা ছেলে তাদের ৭০ শতাংশ এবং মেয়েদের ক্ষেত্রে ৬৫ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে।
সরকারি বা বে সরকারি ITI যারা বর্তমানে সরকারি বা বেসরকারি কোন আইটিআই তে অধ্যায়নরত, তাদের ক্ষেত্রে ছেলে হলে ৫০ শতাংশ এবং মেয়েদের ৪০ শতাংশ নম্বর পেয়ে আগের পরীক্ষায় পাশ করতে হবে।
সাধারণ স্নাতক বা স্নাতকোত্তর সরকারি বা বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের ৬৫ শতাংশ নম্বর এবং ছাত্রীদের ৬০ শতাংশ নম্বর পেয়ে আগের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এইসব কোর্সে পাঠরত পুরুষ শিক্ষার্থীদের আগের ক্লাসের পরীক্ষায় নূন্যতম ৭০ এবং মেয়েদের ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

  • বার্ষিক আয়: চাকরিজীবী পরিবারের ক্ষেত্রে বার্ষিক আয় ৪ লক্ষ টাকার নিচে এবং অন্যান্যদের ক্ষেত্রে ২.৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
  • বয়স সীমা: আবেদনকারীদের সকলের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

সীতারাম জিন্দাল স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?

কোর্স অনুযায়ী এই বৃত্তির পরিমাণ আলাদা হয়ে থাকে-

একাদশ ও দ্বাদশ শ্রেণী
প্রতি মাসে ৫০০ থেকে ৭০০ টাকা।
আইটিআই (ITI)
সরকারি কলেজের ক্ষেত্রে ৫০০ টাকা এবং বেসরকারি ক্ষেত্রে ৭০০ টাকা।
স্নাতক (Graduation)
প্রতি মাসে ১,০০০ থেকে ১,৫০০ টাকা।
স্নাতকোত্তর (Post Graduation)
প্রতি মাসে ১,৫০০ থেকে ২,০০০ টাকা।
ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল
প্রতি মাসে ২,০০০ থেকে ৩,২০০ টাকা পর্যন্ত।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় যে সব কাগজপত্রের প্রয়োজন হবে:

  • শেষ পরীক্ষার মার্কশিট।
  • পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
  • বর্তমান কোর্সে ভর্তির প্রমাণপত্র।
  • আধার কার্ড বা অন্যান্য সচিত্র পরিচয়পত্র।
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।
  • বর্তমান প্রতিষ্ঠান প্রধানের থেকে বোনাফাইড সার্টিফিকেট

আবেদন পদ্ধতি

সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন বর্তমানে অনলাইন ও অফলাইন- উভয় পদ্ধতিতেই করা যায়।
১) অনলাইন আবেদন: প্রথমে ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট sitaramjindalfoundation.org -এ যান। সেখানে ‘Apply Online’ অপশনে ক্লিক করে ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
২) অফলাইন আবেদন: ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করুন। এরপর প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিন।

সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru – 560073.

সীতারাম জিন্দাল স্কলারশিপ last date

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নেই। বছরে যে কোনো সময়ে এখানে আবেদন করা যায়। তবে শিক্ষার্থীদের জন্য পরামর্শ পাস করার পর যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করাই ভালো।

Application Form: Download

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ুয়াদের জন্য সরকারি ও বেসরকারি স্কলারশিপের খবর পেতে আমাদের হোয়াটস্যাপ চ্যানেলে যুক্ত হন- Join Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ