চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৫ আবেদন শুরু | Sitaram Jindal Scholarship 2025

Sitaram Jindal Scholarship 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের এমন বহু ছাত্র-ছাত্রী রয়েছেন, যারা আর্থিকভাবে দুর্বল পরিবারে বসবাস করেন। এর ফলে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের মেধার উপর ভিত্তি করে একাধিক মেধাবৃত্তি দেওয়া হয়। এমনই একটি দুর্দান্ত মেধাবৃত্তি বা স্কলারশিপ প্রকল্প হল- সীতারাম জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Scholarship)। এই স্কলারশিপ এ আবেদন করলে প্রতি মাসে ৫০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়া যায়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাশ করে পরবর্তী উচ্চতর পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ প্রকল্পে আবেদন জানাতে পারেন। সম্প্রতি এই স্কলারশিপ প্রকল্পের ছাত্রছাত্রীদের আবেদন গ্রহণ শুরু হল। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতার নাম্বার সহ কত টাকা করে পাওয়া যাবে তার বিস্তারিত জানানো হলো।

[quads id=21]

Sitaram Jindal Scholarship 2025

Sitaram Jindal Scholarship 2024
স্কলারশিপের নামসীতারাম জিন্দাল স্কলারশিপ 2024
টাকার পরিমানপ্রতিমাসে ৫০০/- থেকে ২৫০০/- হাজার টাকা
অফিশিয়াল ওয়েবসাইট sitaramjindalfoundation.org

মাত্র এক মাস আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এরপর থেকেই ছাত্র-ছাত্রীদের উচ্চতর শিক্ষায় ভর্তি হওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সীতারাম জিন্দাল স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ক্যাটাগরি অনুসারে মেধা বৃত্তি নির্ধারণ করা হয়। নিচে সমস্ত ক্যাটাগরি অনুসারে ছাত্র-ছাত্রীদের যোগ্যতা উল্লেখ করা হলো-

Sitaram Jindal Scholarship শিক্ষাগত যোগ্যতা

১) ক্যাটগরি A- আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হতে হবে। আবেদনকারী ছেলে হলে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নাম্বার এবং মেয়ে হলে তাকে কমপক্ষে ৬৫ শতাংশ নাম্বার পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। এই ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারেন।

২) ক্যাটাগরি B- সরকারী অথবা বেসরকারী ITI এ পড়াশোনা করছেন এমন ছাত্র-ছাত্রীরা এই বিভাগে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ছাত্র হলে এর পূর্ববর্তী মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর এবং ছাত্রী হলে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এখানেও সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

৩) ক্যাটাগরি C- গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন কোর্সের পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা এই ক্যাটাগরিতে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ছাত্র হলে তাকে পূর্বে পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে এবং ছাত্রী হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে । এক্ষেত্রেও সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন জানানো যাবে।

[quads id=21]

বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু- Apply Now

৪) ক্যাটাগরি D- ডিপ্লোমা কোর্সের ছাত্র-ছাত্রীদের জন্য এই ক্যাটাগরিটি নির্বাচন করা হয়েছে। এক্ষেত্রে ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্যই পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশ নম্বরের প্রয়োজন হবে। বয়স সীমা এবং পারিবারিক বার্ষিক আয় অন্যান্য ক্যাটাগরির মতই একই থাকলে, তবে এখানে আবেদন জানাতে পারবেন।

৫) ক্যাটাগরি E- ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোর্সে ভর্তি হয়েছেন এমন ছাত্র-ছাত্রীদেরও এই স্কলারশিপ থেকে বাদ রাখা হচ্ছে না। পঞ্চম ক্যাটাগরিতে সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই আবেদন জানাতে পারবেন, যারা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি করছে ভর্তি হয়েছেন।

Sitaram Jindal Scholarship বৃত্তির পরিমাণ

১) ক্যাটগরি A- (Class 11& 12) প্রতি মাসে ৫০০/- টাকা। সঙ্গে আবেদনকারীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে অধ্যয়নরত হতে হবে।

২) ক্যাটাগরি B- (ITI Student) প্রতি মাসে ৫০০/- টাকা (সরকারী ITI) ৭০০/- টাকা (বেসরকারী ITI)।

৩) ক্যাটাগরি C- (Graduate & Post Graduate) গ্র্যাজুয়েট কোর্সে প্রতি মাসে

  • ১০০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্রী) ৮০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্র) ১০০০/- টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী) ১২০০/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে) পোষ্ট গ্র্যাজুয়েট কোর্স
  • ১২০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্রী) ১০০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্র)
  • ১২০০/- টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী)
  • ১৫০০/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে)

[quads id=21]

Nabanna Scholarship 2025- Apply Now

৪) ক্যাটাগরি D– ডিপ্লোমা কোর্সে প্রতি মাসে

  • ১২০০/- টাকা (ছাত্রী)
  • ১০০০/- টাকা (ছাত্র)

৫) ক্যাটগরি E-

ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রতি মাসে

  • ১৭০০/-টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী)
  • ১৫০০/- টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র)

মেডিকেল কোর্সে প্রতি মাসে

  • ২০০০/- টাকা (মেডিক্যালের ছাত্রী)
  • ১৮০০/- টাকা (মেডিক্যালের ছাত্র)
  • ২৫০০/- টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্রী)
  • ২৩০০/- টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্র)।

Sitaram Jindal scholarship Application format

Jagadish Chandra Bose Scholarship- Apply Now

প্রয়োজনীয় নথিপত্র

১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীটের কপি,
২) মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমানপত্র,
৩) পারিবারিক আয়ের সার্টিফিকেট,
৪) পাসপোর্ট সাইজের কালার ছবি।
৫) সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র,
৬) শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্র ইত্যাদি।

উচ্চ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশিপ

আবেদন পদ্ধতি

Sitaram Jindal Scholarship এ আবেদন জানানোর জন্য প্রতিটি ছাত্রছাত্রীকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে হাতে কলমে পূরণ করে জমা করতে হবে। এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন জানানোর কোন পদ্ধতি নেই। ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা অবশ্যই নিজেদের যোগ্যতা মিলিয়ে নিয়ে আবেদন পত্র সঠিক তথ্যের সাথে পূরণ করবেন। এরপর উপরে বলে দেওয়া নথিপত্র গুলি একসাথে করে নিতে বলা ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Trustee, Sitaram Jindal Foundation 11, Green Avenue, Behind Sector D-3, Vasant Kunj, New Delhi 110070

Sitaram Jindal Scholarship 2025 last date

[quads id=21]

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সীতারাম জিন্দাল স্কলারশিপের Last Date নেই। যেকোনো সময় এই স্কলারশিপের আবেদন করা যায়।

Application Form: Download
Official Website: Click Hare
Daily Job Update: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ