রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য দারুন সুখবর। দক্ষিণ-পূর্ব, মধ্য রেল -এর পক্ষ থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল দক্ষিণ-পূর্ব, মধ্য রেলের অফিসিয়াল ওয়েবসাইট মারফত। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, আবেদনের বয়সসীমা এবং শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
পদের নাম— Trade Apprentice
মোট শূন্যপদ— ৭৩৩ টি। (UR- ২৯৬ টি, EWS- ৭৪ টি, OBC- ১৯৭ টি, SC- ১১৩ টি, ST- ৫৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয়ে থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ সহ আইটিআই ট্রেডের ডিগ্রী সম্পন্ন চাকরিপ্রার্থীরা এখানে প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যের কৃষি দপ্তরে ফিল্ডম্যান নিয়োগ
[quads id=10]
মাসিক স্টাইপেন্ড— প্রশিক্ষণরত প্রার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ আইন অনুযায়ী মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা— এই প্রশিক্ষণে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর, ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের ৩ বছর, প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি— কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল থেকে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা। সংশ্লিষ্ট পোর্টালে ভিজিট করার পর নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীদের। এরপর অনলাইন আবেদনের ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে জরুরি নথিপত্রগুলি আপলোড করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে নথিপত্র আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে।
আবেদনের শেষ তারিখ— ১২ এপ্রিল, ২০২৪।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Apply Now








