চাকরির খবর

ফ্রেসার্সদের জন্য দারুণ সুযোগ, প্রশিক্ষণ দেবে ভারতীয় রেল! সবার আগে করুন আবেদন

Advertisement

আপনি কি এজকন শিক্ষানবিশ অথবা সদ্য শেষ করেছেন পড়াশোনা? ভালো কোনো বিশ্বাসযোগ্য সংস্থায় চাকরি অথবা ইন্টার্নশিপের সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে রয়েছে দারুণ সুখবর। ভারতীয় রেল দিচ্ছে প্রশিক্ষণের সুযোগ। ভারতীয় রেলের মাধ্যমে যেকোনো প্রশিক্ষণ যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ভারতীয় রেলে চাকরিতে আপনি অগ্রাধিকার পাবেন। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক ভাতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য থাকল আজকের এই প্রতিবেদনে।

Employment No.- SWR/RRC/Act Appr/01/2023

প্রশিক্ষণের নাম- অ্যাপ্রেন্টিসশিপ (Apprenticeship)
মোট শূন্যপদ- ৯০৪ টি। (UR- ৪৬৩ টি, SC- ১৩৭ টি, ST- ৬৮ টি, OBC- ২৩৬ টি।)
যেসব ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হলো- Fitter, Welder, Carpenter, Painter, Electrician ইত্যাদি।

চাকরির খবরঃ বেঙ্গল কেমিক্যালস্ কলকাতাতে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে NCVT/ SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে। অর্থাৎ আবেদনকারী যে ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন ঠিক সেই ট্রেডের ওপর ITI কোর্স পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এই প্রশিক্ষণে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। বয়সের হিসাব করবেন ২ আগস্ট, ২০২৩ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রাথীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগ

স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে রেলওয়েতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেবে প্রশিক্ষিত প্রার্থীদের।

আবেদন পদ্ধতি- প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য www.rrchubli.in ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে আবেদনকারীদের। এখানে নিজেদের রেজিস্ট্রেশান সম্পূর্ণ করার পর ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। যাদের আগে থেকেই রেজিস্ট্রেশান করা আছে তারা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র ইত্যাদি প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরির খবরঃ এই মুহূর্তের সব চাকরির খবর

আবেদনের শেষ তারিখ- ২ আগস্ট, ২০২৩।

প্রশিক্ষণ দেবে ভারতীয় রেল

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles