শিক্ষার খবর

গরমের ছুটিতে ব্যাহত হচ্ছে পঠন – পাঠন! হেল্পডেস্ক চালু করলো রাজ্য সরকার

Advertisement

চলছে গরমের ছুটি। বন্ধ রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুলগুলি। গরমের ছুটিতে ব্যাহত হচ্ছে পঠন – পাঠন! এই গ্রীষ্মাবকাশে বিভিন্ন বিষয়ের হোমওয়ার্ক দেওয়া হয়েছে পড়ুয়াদের। আগে, ছুটির হোমওয়ার্ক করার সময় কোনো সমস্যা হলে তার জন্য ছুটি শেষের অপেক্ষা করতে হত। স্কুল খুললে তবে মিলত সমাধান। কিন্তু এখন থেকে আর অপেক্ষা নয়। বরং বাড়িতেই তৈরি হবে এক টুকরো স্কুল। ওড়িশার স্কুল ও গণশিক্ষা বিভাগ এক অভিনব প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গরমের ছুটিতে পড়ুয়াদের হোমওয়ার্ক সম্পূর্ণ করতে এক নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই উদ্যোগে সামিল হয়েছে রাজ্যের তিরিশটি জেলা। প্রতিটি জেলা জুড়ে স্থাপন করা হয়েছে টোল ফ্রি নম্বর ও হেল্প ডেস্ক। হোমওয়ার্ক সমাধানের সময় যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন পড়ুয়ারা, তখনই এই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারবেন। প্রতিটি কেন্দ্রে বিষয় বিশেষজ্ঞ হিসেবে থাকবেন চারজন শিক্ষক। কেবলমাত্র ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এই হেল্পলাইন।

আরও পড়ুনঃ পড়াতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকরা

প্রসঙ্গত, ১৯শে মে থেকে গরমের ছুটি পড়ার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে গত ২১শে এপ্রিল থেকে গ্রীষ্মাবকাশ শুরু হয়েছে উড়িশায়। এই ছুটি কতদিন পর্যন্ত চলবে তা এখনও জানানো হয়নি। সম্ভবত পরিস্থিতি দেখে ছুটির মেয়াদ ঠিক করা হবে। তবে এই ছুটির কারণে পড়ুয়াদের পঠনপাঠনে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য নয়া প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার দরুণ উপকৃত হবেন লক্ষ লক্ষ পড়ুয়ারা।

গরমের ছুটিতে ব্যাহত হচ্ছে পঠন - পাঠন!

Related Articles