চাকরির খবর

6506 শূন্যপদে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ, SSC CGL Recruitment 2020

Share

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন। নিয়োগ করা হবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে। যেকোন ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। www.ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। SSC CGL 2020

মোট পাঁচটি গ্রুপে কর্মী নিয়োগ করা হবে। প্রতিটি গ্রুপের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন রয়েছে।

মোট শূন্যপদ:
6506 টি (গ্রুপ- বি গেজেটেড: 250 টি, গ্রুপ- বি নন-গেজেটেড: 3513 টি, গ্রুপ সি: 2743 টি)।

SSC CGL Recruitment 2020

গ্রুপ- ১:
প্রতিমাসে মূল বেতন 47,600/- থেকে 1,51,100/- টাকা।
পদের নাম:
১. অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার (ইন্ডিয়ান অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্ট under C&AG, Group- B), ২. অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার (ইন্ডিয়ান অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্ট under C&AG, Group- B)।

গ্রুপ- ২:
প্রতিমাসে মূল বেতন 44,900/- থেকে 1,42,400/- টাকা।
পদের নাম:
৩. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (সেন্ট্রাল সেক্রেটারিয়াট সার্ভিস, Group- Group- B), ৪. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (ইন্টেলিজেন্স ব্যুরো, Group- B), ৫. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (মিনিস্ট্রি অফ রেলওয়ে, Group- B), ৬. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (মিনিস্ট্রি অফ রেলওয়ে, Group- B), ৭. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (AFHQ, Group- B), ৮. অ্যাসিস্ট্যান্ট (আদার মিনিস্ট্রিজ/ ডিপার্টমেন্টস/ অর্গানাইজেশনস, Group- B), ৯. অ্যাসিস্ট্যান্ট (আদার মিনিস্ট্রিজ/ ডিপার্টমেন্টস/ অর্গানাইজেশনস, Group- B), ১০. অ্যাসিস্ট্যান্ট (আদার মিনিস্ট্রিজ/ ডিপার্টমেন্টস/ অর্গানাইজেশনস, Group- B), ১১. ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স (CBDT, Group- C), ১২. ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ (CBIC, Group- B), ১৩. ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার (CBIC, Group- B), ১৪. ইন্সপেক্টর এক্সামিনার (CBIC, Group- B), ১৫. অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার (ডাইরেক্টোরেট অফ এনফোর্সমেন্ট, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, Group- B), ১৬. সাব ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, Group- B), ১৭. ইন্সপেক্টর পোস্টস (ডিপার্টমেন্ট অফ পোষ্ট, Group- B), ১৮. ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ নারকটিকস, Group- B)।

গ্রুপ- ৩:
প্রতিমাসে মূল বেতন 35,400/- থেকে 1,12,400/- টাকা।
পদের নাম:
১৯. অ্যাসিস্ট্যান্ট (আদার মিনিস্ট্রিজ/ ডিপার্টমেন্টস/ অর্গানাইজেশনস, Group- B), ২০. অ্যাসিস্ট্যান্ট/ সুপারিনটেনডেন্ট (আদার মিনিস্ট্রিজ/ ডিপার্টমেন্টস/ অর্গানাইজেশনস, Group- B), ২১. ডিভিশনাল একাউন্টেন্ট (অফিসেস under C&AG), ২২. সাব ইন্সপেক্টর (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, Group- B), ২৩. জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার (M/o স্ট্যাটিস্টিকস অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, Group- B)।

গ্রুপ- ৪:
প্রতিমাসে মূল বেতন 29,200/- থেকে 92,300/- টাকা।
পদের নাম:
২৪. অডিটর (Offices under C&AG, Group- C), ২৫. অডিটর (Other ministry/ departments, Group- C), ২৬. অডিটর (Offices under CGDA, Group- C), ২৭. একাউন্টেন্ট (Offices under C&AG, Group- C), ২৮. একাউন্টেন্ট/ জুনিয়ার একাউন্টেন্ট (Other ministry/ departments, Group- C)।

গ্রুপ- ৫:
প্রতিমাসে মূল বেতন 25,500/- থেকে 81,100/- টাকা।
পদের নাম:
২৯. সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/ আপার ডিভিশন ক্লার্ক (Central Govt offices/ ministries other than CSCS cadres, Group- C), ৩০. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (CBDT, Group- C), ৩১. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (CBIC, Group- C), ৩২. সাব ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ নারকটিকস, Group-C)।

বয়স:
গ্রুপ- ১, গ্রুপ- ২, গ্রুপ- ৩ পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছরের মধ্যে। এবং গ্রুপ- ৪, গ্রুপ- ৫ পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। প্রতিক্ষেত্রে বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:
অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার/ অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার এবং জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার পদ গুলি বাদে বাকি সবগুলি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ।
অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার/ অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ, সঙ্গে চাটার্ড একাউন্টেন্ট/ Cost & ম্যানেজমেন্ট একাউন্টেন্ট/ কমার্সে মাস্টার ডিগ্রী/ বিজনেস স্টাডিজ বিষয়ে মাস্টার ডিগ্রী অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স) বিষয়ে মাস্টার ডিগ্রী পাশ করতে হবে।
এবং জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ, সঙ্গে উচ্চমাধ্যমিকে গণিত বিষয়ে অন্তত 60 শতাংশ নম্বর থাকতে হবে। অথবা, যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ, গ্র্যাজুয়েশনে বিষয় হিসেবে স্ট্যাটিসটিকস পড়ে থাকতে হবে।

আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in -এ গিয়ে আবেদন করা যাবে। নতুন প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করা যাবে। যেসব প্রার্থীদের এসএসসি ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করা আছে, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আগের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে সরাসরি আবেদন করা যাবে। অনলাইনে আবেদন চলবে আগামী 31 জানুয়ারি, 2021 তারিখ পর্যন্ত।

আবেদন ফি:
জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে জমা দিতে হবে 100/- টাকা। SC/ ST/ PWD/ Ex-servicemen/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না। আবেদন ফি জমা দেওয়া যাবে অনলাইন কিংবা ব্যাংক চালানের মাধ্যমে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে 2 ফেব্রুয়ারি, 2021 তারিখ পর্যন্ত। ব্যাংক চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে 4 ফেব্রুয়ারি, 2021 তারিখ পর্যন্ত।

পরীক্ষা কেন্দ্র:
স্টাফ সিলেকশন কমিশনের প্রতিটি পরীক্ষার মতো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র গুলি হল- কলকাতা (4410), হুগলি (4418), শিলিগুড়ি (4415)।

নিয়োগ পদ্ধতি:
মোট চারটি ধাপে নিয়োগ করা হবে।
Tier-I: Computer Based Examination.
Tier-II: Computer Based Examination
Tier-III: Pen and Paper Mode (Descriptive paper)
Tier-IV: Computer Proficiency Test/ Data Entry Skill Test (wherever applicable).

শারীরিক যোগ্যতা:
বিভিন্ন দপ্তরের ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে।
Download Physical Test Details

Download SSC CGL Notice
Registration || Login
Official Website Click here

This post was last modified on December 30, 2020 12:23 am

সর্ব শেষ প্রকাশিত

৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে স্ক্রুটিনি এবং রিভিউর ফলাফল, নতুন নিয়মে উপকৃত হবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৮ তারিখ অর্থাৎ ৮ই মে প্রকাশিত হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার…

13 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | কোন কোন ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট দেখা যাবে?

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: শেষ পর্যন্ত এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানিয়ে দিল মধ্য শিক্ষা…

15 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 29 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

17 hours ago

WB HS Result 2024 | উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ জানিয়ে দিল সংসদ

উচ্চ মাধ্যমিক ২০২৪ -এর রেজাল্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে জল্পনা চলছিল রাজ্যের শিক্ষা মহলে।…

2 days ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৬

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago

তীব্র গরমের মধ্যেই আগামীকাল রাজ্যের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা! শেষ মুহূর্তের আপডেট দেখে নিন

তীব্র গরমের দাবদাহের মধ্য দিয়ে দিন কাটছে পশ্চিমবঙ্গবাসীর। সকাল থেকে গরমের প্রকোপ অসহ্যরকম। ইতিমধ্যেই এবছরের…

2 days ago