SSC Exam Calendar 2023 | একগুচ্ছ পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করলো এসএসসি, জানুন বিস্তারিত

স্টাফ সিলেকশন কমিশন (SSC) -এর তরফে প্রকাশ করা হলো আসন্ন একগুচ্ছ পরীক্ষার দিনক্ষণ। আগামী বছরের শুরু থেকেই অনেকগুলি পরীক্ষার আয়োজন করতে চলেছে কেন্দ্রীয় সরকারের Staff Selection Commission। স্টাফ সিলেকশন কমিশনের…

Published By: ExamBangla.com | Published On:

স্টাফ সিলেকশন কমিশন (SSC) -এর তরফে প্রকাশ করা হলো আসন্ন একগুচ্ছ পরীক্ষার দিনক্ষণ। আগামী বছরের শুরু থেকেই অনেকগুলি পরীক্ষার আয়োজন করতে চলেছে কেন্দ্রীয় সরকারের Staff Selection Commission। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.ssc.nic.in) বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

SSC Exam Calendar 2023

সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের তরফে প্রকাশ পেল একগুচ্ছ পরীক্ষার সময়সূচি। কমিশন আসন্ন ২০২৩ ও ২০২৪ সালের পরীক্ষাগুলির দিনক্ষণ প্রকাশ করেছে বিজ্ঞপ্তির মাধ্যমে। এই বিজ্ঞপ্তি অনুসারে কনস্টেবল GD পরীক্ষাটি আয়োজিত হবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির সময়সীমায়, Multi Tasking (non technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination 2022 পরীক্ষাটি হবে এপ্রিল মাসে, Selection Post Examination, Phase XI পরীক্ষাটি হবে ২০২৩ এর মে থেকে জুন মাসের মধ্যে। কমিশন জানিয়েছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন-2023 অনুষ্ঠিত হবে আসছে বছরের জুন-জুলাই নাগাদ, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজ়ামিশন- 2023 পরীক্ষাটি হবে জুলাই-আগস্টের সময়সীমায়। এছাড়া দিল্লি সাব-ইন্সপেক্টর, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, জুনিয়র ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা, স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ ‘ডি’, জুনিয়র ও সিনিয়র হিন্দি ট্রান্সলেটর সহ আরও অনেকগুলি পরীক্ষার দিনক্ষণ তালিকার আকারে প্রকাশ করেছে কমিশন।

চাকরির খবরঃ জানুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন 

সূত্রের খবর, ঘোষিত হওয়া পরীক্ষাগুলির সম্পূর্ণ নির্ঘন্ট শীঘ্রই প্রকাশ পাবে কমিশনের তরফে। এছাড়া সংশ্লিষ্ট পরীক্ষাগুলির আবেদন শুরুর সময় এবং কবে অবধি আবেদন নেওয়া হবে তাও জানিয়েছে এসএসসি। ইচ্ছুক পরীক্ষার্থীরা এসএসসির পরীক্ষার বিষয়ে যাবতীয় তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

Notification: Download Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career