স্টাফ সিলেকশনের কমিশনের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর। আগামী বছরের শুরু থেকেই স্টাফ সিলেকশন কমিশনের একগুচ্ছ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। একটা দুটো নয়, মোট ১৯টি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সামনের বছর ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যে আর ২০২৬ সালের জানুয়ারিতে বেরোবে একটি পরীক্ষা বিজ্ঞপ্তি। তাই কোমর বেঁধে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে জেনে নিন স্টাফ সিলেকশন কমিশনের বিজ্ঞপ্তি বেরোনোর তারিখ, আবেদন করার তারিখ ও পরীক্ষার সম্ভাব্য দিনক্ষন।
SSC Exam Calendar 2025
১। JSA/ LDC Grade Limited Departmental Competitive Examination, 2024 (only for DoPT)- পেপার ওয়ানের বিজ্ঞপ্তি বেরোবে ২০২৫ সালের ২৮ শে ফেব্রুয়ারি(শুক্রবার)। এই পরীক্ষার আবেদন করা যাবে ২০ শে মার্চ ২০২৫ (মঙ্গলবার) পর্যন্ত। পরীক্ষার সম্ভাব্য সময় ২০২৫ এর এপ্রিল অথবা মে মাস।
২। SSA/ UDC Grade Limited Departmental Competitive Examination, 2024 (only for DoPT)- পেপার ওয়ানের বিজ্ঞপ্তি বের হবে ২০২৫ এর ৬ তারিখ (বৃহস্পতিবার)। পরীক্ষার আবেদন করা যাবে ২৬ শে মার্চ ২০২৫ (বুধবার) পর্যন্ত, এই পরীক্ষার সম্ভাব্য সময় হল- ২০২৫ এর এপ্রিল মে মাস।
৩। ASO Grade Limited Departmental Competitive Examination, 2022-2024- বিজ্ঞপ্তি প্রকাশ হবে ২০শে মার্চ ২০২৫ (বৃহস্পতিবার), পরীক্ষার আবেদন করা যাবে ৯ ই এপ্রিল ২০২৫ (বুধবার) পর্যন্ত । পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০২৫ এর এপ্রিল মে মাস।
৪। Selection Post Examination, Phase-XIII, 2025- বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৬ এপ্রিল ২০২৫ (বুধবার) আবেদন করা যাবে ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার পর্যন্ত। এই পরীক্ষাটির সম্ভাব্য সময় হল ২০২৫ এর জুন-জুলাই।
৫। Combined Graduate Level Examination, 2025- টায়ার-I (CBE) এর বিজ্ঞপ্তি বেরোবে ২২ এপ্রিল, মঙ্গলবার। এই পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করা যাবে ২১ শে মে, ২০২৫ (বুধবার)। পরীক্ষার সম্ভাব্য সময় হল জুন-জুলাই ২০২৫।
৬। Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2025- পেপার-I (CBE) এর অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে ১৬ ই মে ২০২৫ (শুক্রবার)। আবেদনের শেষ তারিখ ১৪ই জুন ২০২৫(শনিবার)। এই পরীক্ষার সম্ভাব্য সময় হল ২০২৫ জুলাই আগস্ট।
৭।Combined Higher Secondary (10+2) Level Examination, 2025- টায়ার-I (CBE) এর অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে ২৭শে মে ২০২৫ (মঙ্গলবার)। আবেদনের শেষ তারিখ ২৫শে জুন ২০২৫ বুধবার। পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০২৫ এর জুলাই-আগস্ট।
৮। Multi Tasking (Non- Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination-2025- বিজ্ঞপ্তি বেরোবে ২০২৫ এর ২৬শে জুন (বৃহস্পতিবার)। এই পরীক্ষার আবেদনের শেষ তারিখ ২৫ শে জুলাই ২০২৫(শুক্রবার)। পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ২০২৫ এর সেপ্টেম্বর-অক্টোবর।
চাকরির খবরঃ বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল নিয়োগ
৯। Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2025- অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে ২০২৫ এর ২৯ শে জুলাই (মঙ্গলবার)। পরীক্ষার আবেদন করা যাবে ২১শে আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার)। এই পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ২০২৫ এর অক্টোবর-নভেম্বর।
১০। Junior Engineer (Civil, Mechanical, Electrical) Examination, 2025- পেপার-I (CBE)র অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে ৫ ই আগস্ট ২০২৫ (মঙ্গলবার) , পরীক্ষার আবেদন করা যাবে ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) অবধি। পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ২০২৫ এর অক্টোবর-নভেম্বর।
১১। Junior Engineer (Civil, Mechanical, Electrical) Examination, 2025- পেপার-১ (CBE)র অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে ২৬শে আগস্ট ২০২৫ (মঙ্গলবার)। আবেদন করা যাবে ২০২৫ এর ১৮ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অবধি। এই পরীক্ষাটির সম্ভাব্য তারিখ হল ২০২৫ এর অক্টোবর-নভেম্বর।
১২। Constable (Executive) Male and Female in Delhi Police Examination, 2025- পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে ২ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) আবেদন করা যাবে ২০২৫ এর পহেলা অক্টোবর (বুধবার)পর্যন্ত। পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ২০২৫ এর নভেম্বর ডিসেম্বর।
১৩। Constable (Driver)-Male in Delhi Police Examination, 2025- পরীক্ষার বিজ্ঞপ্তি বের হবে ২০২৫ এর ১৯শে সেপ্টেম্বর (শুক্রবার)। আবেদন প্রক্রিয়া চলবে ২০২২ এর ১২ই অক্টোবর (রবিবার) অবধি। পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ২০২৫ এর নভেম্বর-ডিসেম্বর।
১৪। Head Constable (Ministerial) in Delhi Police Examination, 2025- অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে ৭ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার)। আবেদন প্রক্রিয়া চলবে ২০২৫ এর ৫ই নভেম্বর (বুধবার) অবধি। এই পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ২০২৫ এর ডিসেম্বর, ২০২৬-এর -জানুয়ারি।
চাকরির খবরঃ ২৫০০ শূন্যপদে স্পেশাল এডুকেটর শিক্ষক নিয়োগ
১৫। Head Constable {Assistant Wireless Operator (AWO)/Tele-Printer Operator (TPO)} in Delhi Police Examination, 2025- অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে ২০২৫ এর ১৪ই অক্টোবর (মঙ্গলবার)। আবেদন প্রক্রিয়া চলবে ২০২৫ এর ৬ নভেম্বর (বৃহস্পতিবার) অবধি। এই পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ২০২৫ এর ডিসেম্বর, ২০২৬-এর -জানুয়ারি।
১৬। Grade ‘C’ Stenographer Limited Departmental Competitive Examination, 2025- অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে ২০২৫ এর ৩০ শে অক্টোবর (বৃহস্পতিবার)। আবেদন প্রক্রিয়া চলবে ২০২৫ এর ১৯ শে নভেম্বর (বুধবার)। এই পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ২০২৬-এর জানুয়ারি ফেব্রুয়ারি।
১৭। Constables (GD) in Central Armed Police Forces (CAPFs), NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2026- অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে ২০২৫ এর ১১ই নভেম্বর (মঙ্গলবার)। আবেদন প্রক্রিয়া চলবে ২০২৫ এর ১৫ ই ডিসেম্বর (সোমবার)। পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ২০২৬ এর মার্চ-এপ্রিল।
১৮। JSA/ LDC Grade Limited Departmental Competitive Examination, 2025- অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর 1 (মঙ্গলবার)। আবেদন প্রক্রিয়া চলবে ২০২৬ এর ৫ই জানুয়ারি (সোমবার) অবধি। পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ২০২৬ এর জানুয়ারী-ফেব্রুয়ারি।
১৯। SSA/ UDC Grade Limited Departmental Competitive Examination, 2025- পেপার-I (CBE) পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে ২৩ শে ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার)। আবেদন প্রক্রিয়া চলবে ২০২৬ এর ১২ই জানুয়ারি (সোমবার) অবধি। পরীক্ষা সম্ভাব্য তারিখ হল ২০২৬ এর জানুয়ারী-ফেব্রুয়ারি।
২০।ASO Grade Limited Departmental Competitive Examination, 2025- পেপার-I (CBE) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২০২৬ এর ১৫ ই জানুয়ারি (বৃহস্পতিবার)। পরীক্ষার আবেদন চলবে ২০২৬ এর ৪ঠা ফেব্রুয়ারি (বুধবার)অবধি। পরীক্ষা সম্ভাব্য তারিখ হল ২০২৬ এর মার্চ-এপ্রিল।
Official Notification: Download Now
প্রতিদিন চাকরির আপডেট সর্বপ্রথম পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন-