SSC GD Answer Key 2022: প্রকাশ পেল ফাইনাল ‘Answer Key’! মিলিয়ে নিন আপনার উত্তর

SSC GD Answer Key 2022

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ পেল জেনারেল ডিউটি (GD) পদে নিয়োগ পরীক্ষার ‘ফাইনাল অ্যানসার কি’। সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে এই ‘ফাইনাল অ্যানসার কি’ দেখে আসতে পারবেন।

‘Answer Key’ চেক করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ যেতে হবে।

২) এরপর ‘Uploading of Final Answer Key(s) along with Question Paper(s) of Computer Based Examination of Constable (GD) in CAPFs, SSF and Rifleman (GD) in Assam riffles and Sepoy in Narcotics Control Bureau Examination, 2022’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার স্ক্রিনে একটি পিডিএফ ওপেন হবে।

৪) সেখান থেকে ‘ফাইনাল অ্যানসার কি’ দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।

৫) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সংস্থায় ‘গ্ৰুপ – সি’ পদে চাকরির সুযোগ

৬) এরপর স্ক্রিনে ‘Answer Key’ দেখতে পাবেন।

৭) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত, স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি (GD) পদের অন্তর্গত CAPFs, SSF, Refleman (GD) in Assam Rifles, ও Sepoy In NCB 2022 পরীক্ষা আয়োজিত হয়েছিল চলতি বছরের জানুয়ারির ১০ থেকে ফেব্রুয়ারির ১৩ তারিখের মধ্যে। আর এবার প্রকাশ করা হলো পরীক্ষার ‘ফাইনাল অ্যানসার কি’। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন পরীক্ষার্থীরা।

Answer Key

SSC GD Final Answer Key 2022: Click Here