SSC JE Recruitment 2025: স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের আবারো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! এবারে মোট ১৩৪০ টি শূন্য পদে চাকরি প্রার্থীদের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যোগ্যতায় চাকরিপ্রার্থীরা সরকারি দপ্তরের সরাসরি নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। কোন কোন যোগ্যতায় কোন কোন পদে নিয়োগ করা হবে? কীভাবে আবেদন জানাতে হবে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি প্রশ্নের উত্তরগুলি আজকের প্রতিবেদনের বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
পদের নাম- জুনিয়র ইঞ্জিনিয়ার (JE)।
মোট শূন্য পদের সংখ্যা- ১৩৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেছেন, এমন সমস্ত চাকরিপ্রার্থীরাই কোন না কোন সরকারি দপ্তরের হয়ে আবেদন জানাতে পারবেন। প্রতিটি কেন্দ্রীয় সরকারি দপ্তর অনুসারে কোন কোন যোগ্যতার চাকরিপ্রার্থী প্রয়োজন, তা বিস্তারিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনের নিচে নিয়োগ বিজ্ঞপ্তির লিংক থেকে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ যোগ্যতা ভালোভাবে যাচাই করে নিতে পারবেন।
আরও পড়ুনঃ প্রকাশিত হলো NTPC আন্ডারগ্রাজুয়েট পরীক্ষার তারিখ
বয়স সীমা- প্রতিটি দপ্তরের ক্ষেত্রেই সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই বিষয়ের অবশ্যই সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর সমস্ত চাকরিপ্রার্থী বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় পাবেন।
মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের বেতন স্তর ৬ অনুসারে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে বেতন পাবেন। এক্ষেত্রে ন্যূনতম মূল বেতন ৩৫,৪০০ টাকা থেকে শুরু হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসেবে একাধিক ভাতা ও সুযোগ সুবিধা পাবেন নিযুক্ত কর্মী।
চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য দুটি পেপারের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। উভয় পেপারেই অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। সম্পূর্ণ এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষার একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে স্টাফ সিলেকশন কমিশনের তরফে। সেই মেধা তালিকা অনুসারে যোগ্য কর্মীরা ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিযুক্ত হতে পারবেন।
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক সকল চাকরিপ্রার্থীকে https://ssc.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য সবার প্রথমে একটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) করে নিতে হবে নতুন চাকরিপ্রার্থীদের। পুরনো চাকরিপ্রার্থীরা নিজেদের আগের রেজিস্ট্রেশন আইডি দিয়ে এই লগইন করে সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই নিজের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং আবেদন পত্রটি আবেদন মূল্যের সাথে ২১/০৭/২০২৫ তারিখের মধ্যে জমা করে দিতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.