রেজাল্ট

SSC MTS Result: প্রকাশ পেল মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ পরীক্ষার ফলাফল! রেজাল্ট দেখবেন কিভাবে?

Advertisement

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর তরফে প্রকাশ পেল Multi Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) পরীক্ষা ২০২১ এর ফাইনাল রেজাল্ট। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এর মারফত পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন।

ফলাফল চেক করবেন কিভাবে?

১) পরীক্ষার ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার সংশ্লিষ্ট পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এবার স্ক্রিনে রেজাল্টের পিডিএফটি দেখতে পাবেন।
৪) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ রাজ্যে IRCTC -তে কর্মী নিয়োগ

join Telegram

স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রাপ্ত নম্বর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। সেইমতো অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা নিজেদের নম্বর ডাউনলোড করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আপডেট পেতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

Official Notification: Download Now

ANM & GNM Book 2023

FB Join

Related Articles