চাকরির খবর

SSC Exam: স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দেবেন? জেনে নিন কবে কী পরীক্ষা

Advertisement

স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর তরফে আসন্ন পরীক্ষাগুলির দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষাগুলি আয়োজিত হবে চলতি বছরের শেষের দিক থেকে পরের বছরের শুরু পর্যন্ত। যে সকল প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় বসতে ইচ্ছুক, তাঁরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in)-এ গিয়ে দিনক্ষণ দেখে আসতে পারেন।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভের পরীক্ষা ও দিল্লি পুলিশের এমটিএস (সিভিলিয়ান) পরীক্ষার সময় জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন ২০২৩ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১৪, ১৬, ২০, ২১, ২২, ২৩, ২৮, ২৯, ৩০ নভেম্বর ২০২৩ ও ১, ২, ৫ ডিসেম্বর ২০২৩ নাগাদ।

চাকরির খবরঃ টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সাইন্সে নন টিচিং স্টাফ নিয়োগ

আবার, এমটিএস (সিভিলিয়ান) ইন দিল্লি পুলিশ এক্সামিনেশনটি আয়োজিত হবে ৬, ৭, ৮, ১২, ১৩, ১৫, ১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ নাগাদ। প্রসঙ্গত, এই পরীক্ষাগুলির বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন কমিশনের ওয়েবসাইটে। সুতরাং এ বিষয়ে যাবতীয় জানতে নজর রাখবেন (ssc.nic.in)-এ।

Name of ExaminationSchedule of Examination
Constable Executive Male and Female in Delhi Police Examination 202314th, 16th, 20th, 21st, 22nd, 23rd, 28th, 29t, 30th November, 2023 and 1st, 4t, 5th December, 2023
MTS (Civilian) in Delhi Police Examination - 20236th, 7th, 8th, 12th, 13th, 15th, 16th, 19th February, 2024

স্টাফ সিলেকশন কমিশন

Official Notification: Download Now

Related Articles