চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SSC SLST Exam: প্রকাশিত হলো নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র! উত্তর চ্যালেঞ্জ করার পদ্ধতি জেনে নিন

SSC SLST Exam: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত হলো নবম ও দশম শ্রেণীর SLST পরীক্ষার উত্তরপত্র। সম্পূর্ণ পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এবারে পরীক্ষার পর উত্তরপত্র আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীরা প্রয়োজন অনুসারে নিজেদের ভুল দেখে নেওয়ার সুযোগ পাবেন এবং উত্তরের ক্ষেত্রেও যদি কোন ভুল থাকে তার সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন। স্কুল সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে এই উত্তরপত্র আপলোড করে দেওয়া হয়েছে। উত্তরের ক্ষেত্রে কোন সন্দেহ থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে চ্যালেঞ্জ জানানোর কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। কিভাবে উত্তরপত্র দেখবেন? কিভাবে চ্যালেঞ্জ করার প্রক্রিয়া হবে? সব বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদন থেকে।

[quads id=21]

SSC SLST Exam Answer Key

সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের তরফের দুটি ভাগে উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অর্থাৎ SLST নবম ও দশম শ্রেণীর পরীক্ষার “মাস্টার কি” (Master Key) এবং “জাম্বলড কি” (Jumbled Key) আপলোড করা হয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। পরীক্ষার্থীদের নিজের প্রশ্নপত্রের সিরিজের সাথে সঠিক উত্তর মেলানোর জন্য দুটি উত্তরপত্র ব্যবহার করে মেলাতে হবে।

SSC SLST Exam কীভাবে উত্তরপত্র মেলাবেন?

স্কুল সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে বিষয়ে পরীক্ষা (SSC SLST Exam) দিয়েছিলেন, সেই বিষয়ের মাত্রা কি এবং জম্বলড কি ডাউনলোড করতে হবে। প্রশ্নপত্রের সিরিজ অনুযায়ী জাম্বেলড কি তে থাকা প্রশ্নের নম্বরের সঙ্গে মাস্টার কি এর প্রশ্ন নম্বর মিলিয়ে দেখতে হবে। এক্ষেত্রে ধরুন ইংরেজি প্রশ্নপত্রের ‘A’ সিরিজের ১৩ নম্বর প্রশ্নের উত্তর জানার জন্য জাম্বেল কি অনুযায়ী ১৩ নম্বর প্রশ্নটি আসলে মাস্টার কি এর এক নম্বর প্রশ্ন হবে। অর্থাৎ এর জন্য আপনাকে মাস্টার পিছে থাকা এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখতে হবে।

প্রসঙ্গত, বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষার ক্ষেত্রে জামবল্ড কি একই দেওয়া হয়েছে। অপরদিকে নেপালি, গণিত, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এবং সঠিক শিক্ষার মত বিষয়গুলির জন্য আলাদা আলাদা জাম্বেলড কি দেওয়া হয়েছে।

[quads id=21]

চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে

উত্তরপত্রে ভুল থাকলে তা চ্যালেঞ্জ কিভাবে করবেন?

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উত্তরপত্রের ভুল চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে সেই ক্ষেত্রে পরীক্ষার্থীদের নিজেদের স্বপক্ষে নির্দিষ্ট প্রমাণসহ সেই উত্তরকে চ্যালেঞ্জ করতে হবে।

সময় সীমা- পরীক্ষার্থীদের ২০/০৯/২০২৫ তারিখ থেকে ২৫/০৯/২০২৫ তারিখের মধ্যে উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হবে।

আবেদন মূল্য- একটি প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে। তবে এক্ষেত্রে চ্যালেঞ্জ করা উত্তর এবং পরীক্ষার্থীর দ্বারা প্রদান করার নথি বিশেষজ্ঞ কমিটি দ্বারা গৃহীত হলে প্রশ্ন চ্যালেঞ্জের জন্য প্রদত্ত ১০০ টাকা ফিরিয়ে দেওয়া হবে ওই পরীক্ষার্থীকে।

চাকরির খবরঃ ২৩০৮ শূন্য পদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হলো

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

প্রয়োজনীয় নথি- প্রতিটি প্রশ্নের চ্যালেঞ্জের স্বপক্ষে পরীক্ষার্থীদের অন্ততপক্ষে দুটি নির্ভরযোগ্য একাডেমিক রেফারেন্স বা প্রামাণ্য বইয়ের তথ্য প্রমাণ হিসাবে দেখাতে হবে।

আবেদন প্রক্রিয়া- উত্তরপত্র চ্যালেঞ্জ করার জন্য পরীক্ষার্থীদের নিজেদের এপ্লিকেশন ফোর্টালে লগইন করে চ্যালেঞ্জ করতে হবে। এর জন্য একটি নির্দিষ্ট উইন্ডো ২০/০৯/২০২৫ তারিখ থেকে খুলে দেওয়া হবে কমিশনের তরফে।

নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বিরাট সুযোগ। তাই অবশ্যই আগে থেকে ভালোভাবে আপনাদের উত্তরপত্র মিলিয়ে নিন এবং এক্ষেত্রে কোনরকম সন্দেহজনক উত্তর দেখলে উপরে বলে দেওয়া পদ্ধতি মেনে চ্যালেঞ্জ করতে পারেন।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ