Teacher Recruitment 2025: সম্প্রতি ভারত সরকারের উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা, ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস (NESTS), দেশব্যাপী একলব্য মডেল আবাসিক বিদ্যালয় (EMRS)-তে ৭,২৬৭টি শিক্ষক ও অশিক্ষক পদের জন্য একটি বৃহৎ নিয়োগের ঘোষণা করেছে। EMRS স্টাফ সিলেকশন পরীক্ষা (ESSE)-২০২৫-এর মাধ্যমে এই নিয়োগ পরিচালিত হবে। আপনার এই সুযোগ ছাড়া উচিত হয়। Exam Bangla‘র আজকের এই প্রতিবেদনে দেখে নিন এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য।
নিয়োগকারী সংস্থা- একলব্য মডেল আবাসিক বিদ্যালয় (EMRS)।
মোট শূন্যপদ- ৭২৬৭টি।
পদ অনুসারে শূন্য পদের বিবরণ-
- প্রিন্সিপাল -২২৫টি,
- পিজিটি- ১৪৬০টি,
- টিজিটি- ৩৯৫২টি,
- মহিলা স্টাফ নার্স- ৫৫০টি,
- হোস্টেল ওয়ার্ডেন- ৬৩৫টি,
- অ্যাকাউন্ট্যান্ট – ৬১১টি,
- জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট- ২২৮টি,
- ল্যাব অ্যাটেনডেন্ট- ১৪৬টি।
নিয়োগ প্রক্রিয়া- বিজ্ঞপ্তিতে একাধিক পদের কথা উল্লেখ রয়েছে, সেই অনুযায়ী প্রতিটি পদের সার্বিক নিয়োগের পদ্ধতি হল-
- টায়ার-১: ওএমআর লিখিত পরীক্ষা (এমসিকিউ)
- টায়ার-২: ডেস্ক্রিপটিভ এবং এমসিকিউ লিখিত পরীক্ষা
- টায়ার-৩: এক্ষেত্রে নানান পদ অনুযায়ী সংশিল্ষ্ট বিষয়ের উপর পরীক্ষা হবে।
কোনো পদের ক্ষেত্রে দক্ষতার পরীক্ষা/ ব্যবহারিক পরীক্ষা, কোনো ক্ষেত্রে প্রদর্শনী পরীক্ষা, আবার কোনো ক্ষেত্রে ব্যাক্তিগত সাক্ষাৎকার। (যেমন- প্রিন্সিপাল পদের জন্য একটি সাক্ষাৎকার প্রয়োজন।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
পরীক্ষার সিলেবাস- সকল পদের সিলেবাসের বিস্তারিত তথ্য https://nests.tribal.gov.in ওয়েবসাইটে দেওয়া আছে।
মার্কিং স্কিম- প্রতিটি সঠিক উত্তরের জন্য ০১ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে। উত্তর না দেওয়া প্রশ্নের জন্য কোনও নম্বর দেওয়া হবে না।
বেতনক্রম-
- প্রিন্সিপাল- লেভেল ১২ অনুযায়ী, ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০/- টাকা।
- পিজিটি- লেভেল ৮ অনুযায়ী, ৪৭,৬০০ থেকে ১,৫১,১০০/- টাকা।
- টিজিটি- লেভেল ৭ অনুযায়ী, ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০/- টাকা।
- লাইব্রেরিয়ান- লেভেল ৭ অনুযায়ী, ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০/- টাকা।
- আর্ট/ মিউজিক/ ফিজিক্যাল এডুকেশন টিচার- লেভেল ৬ অনুযায়ী, ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০/- টাকা।
- মহিলা স্টাফ নার্স- লেভেল ৫ অনুযায়ী, ২৯,২০০ থেকে ৯২,৩০০/- টাকা।
- হোস্টেল ওয়ার্ডেন- লেভেল ৫ অনুযায়ী, ২৯,২০০ থেকে ৯২,৩০০/- টাকা।
- অ্যাকাউন্ট্যান্ট – লেভেল ৬ অনুযায়ী, ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০/- টাকা।
- জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট- লেভেল ২ অনুযায়ী, ১৯,৯০০ থেকে ৬৩,২০০/- টাকা।
- ল্যাব অ্যাটেনডেন্ট- লেভেল ১ অনুযায়ী, ১৮,০০০ থেকে ৫৬,৯০০/- টাকা।
চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হচ্ছে
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন মূল্য-
মহিলা, এসসি, এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে-
- প্রিন্সিপাল- ৫০০ টাকা
- পিজিটি এবং টিজিটি- ৫০০ টাকা
- নন-টিচিং স্টাফ- ৫০০ টাকা
অন্য সকল প্রার্থীদের ক্ষেত্রে-
- প্রিন্সিপাল- ২৫০০ টাকা
- পিজিটি এবং টিজিটি- ২০০০ টাকা
- নন-টিচিং স্টাফ- ১৫০০ টাকা
আবেদন প্রক্রিয়া- ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে এবং অন্য কোনও পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে না।
ধাপ ১: প্রার্থীদের NESTS-এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।
ধাপ ২: পরবর্তীতে, ব্যক্তিগত বিবরণ, বিভাগের তথ্য এবং শিক্ষাগত যোগ্যতা সহ অনলাইন আবেদন করতে হবে।
ধাপ ৩: নির্দিষ্ট ফর্ম্যাটে প্রয়োজনীয় নথি যেমন সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বিভাগ বা পিডব্লিউবিডি সার্টিফিকেট এবং স্ক্যান করা স্বাক্ষর আপলোড করতে হবে।
ধাপ ৪: আবেদন ফি অনলাইনে পে করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২৩.১০২.২০২৫।
অন্যান্য তথ্য- বিজ্ঞপ্তিতে প্রিন্সিপাল থেকে শুরু করে নন-টিচিং স্টাফ পর্যন্ত একাধিক পদের উল্লেখ করা হয়েছে। প্রতিপদের বিভাজিত শূন্যপদ কত, কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ হবে, কোন বিষয়ে কত শিক্ষকের প্রয়োজন, এছাড়াও নির্দিষ্ট প্রতিটি পদের জন্যে এক্সাম প্যাটার্ন কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.