
এক নজরে
SSC MTS Syllabus 2022: ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রাকাশিত হয়েছে। অনলাইনে আবেদন চলবে আগামী ৩০ এপ্রিল, ২০২২ তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য Team Exam Bangla এই প্রতিবেদনে SSC MTS Syllabus প্রকাশ করলো। কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে ও পরীক্ষার সময়সীমা সহ SSC MTS পরীক্ষার সিলেবাস সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।
SSC MTS Syllabus 2022
আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন, আর সরকারি চাকরি খুঁজছেন তাহলে এই মুহূর্তে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার লিংক নীচে দেওয়া হলো-
SSC MTS Online Apply: Click Here
স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ (SSC MTS) পদে মোট তিনটি ধাপে নিয়োগ করা হয়।
- Step- 1: SSC MTS Preliminary Exam or Paper- I (Computer Based Examination): 100 Marks.
- Step- 2: Paper-II (Descriptive): 50 Marks.
- Step- 3: Document Verification (DV)
এবং স্টাফ সিলেকশন কমিশনের হাবিলদার (SSC Havaldar) পদের ক্ষেত্রে মোট ৪ টি ধাপে নিয়োগ করা হবে।
- Step- 1: SSC MTS Preliminary Exam or Paper- I (Computer Based Examination): 100 Marks.
- Step- 2: Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST)
- Step- 3: Paper-II (Descriptive): 50 Marks.
- Step- 3: Document Verification (DV)
Paper- I ও Paper-II (Descriptive) পরীক্ষার সিলেবাস মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার উভয় পদের ক্ষেত্রে সমান।
Staff Selection Commission Multi Tasking Staff Paper- I Exam 2022
Paper- I পরীক্ষা হবে কম্পিউটারে। প্রশ্নপত্র হবে ইংরেজি ও হিন্দি ভাষায়। পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কেটে নেওয়া হবে।
SSC MTS 2021 Paper- I Syllabus
Subject | No. of Questions | Mark |
---|---|---|
General English | 25 | 25 |
General Intelligence & Reasoning | 25 | 25 |
Numerical Aptitude | 25 | 25 |
General Awareness | 25 | 25 |
Total | 100 | 100 |
Duration | 90 Minutes | |
Exam Pattern | MCQ |
General English:
- Voice change
- Narration change
- Sentence structure
- Antonym
- Synonym
- Spelling error
- Writing ability
- Idiom and phrase
- Comprehension
- Writing ability etc.
General Intelligence & Reasoning:
- Verbal and Non- Verbal Reasoning
- Number series
- Visual memory
- Decision making
- Discriminating observation
- Blood relation
- Figure classification
- Symbol
- Water image
- Glass image
- Venn diagram
- Graph
- Paper folding
- Space visualization
- Problem solving etc.
Numerical Aptitude:
- Number system (সংখ্যাতত্ত্ব)
- Decimal and fraction (দশমিক এবং ভগ্নাংশ)
- Fundamental Arithmetical Operations
- Percentage (শতকরা)
- Ratio proportion (অনুপাত সমানুপাত)
- Average (গড়)
- Simple Interest (সরল সুদ)
- Compound Interest (জটিল সুদ)
- Profit and loss (লাভ ও ক্ষতি)
- Discount (ছাড়)
- Mensuration (পরিমিতি)
- Time and distance (সময় এবং দূরত্ব)
- Time and work (সময় এবং কার্য) etc.
General Awareness:
- কারেন্ট অ্যাফেয়ার্স
- পরিবেশ বিজ্ঞান
- প্রাত্যহিক জীবনে বিজ্ঞান
- প্রতিবেশী দেশ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন
- খেলাধুলা
- ইতিহাস
- ভূগোল
- অর্থনীতি
- ভারতীয় সংবিধান
- বৈজ্ঞানিক গবেষণা
- কম্পিউটার
- ভৌত বিজ্ঞান
- জীবন বিজ্ঞান ইত্যাদি
Paper-II (Descriptive)
Subject | Marks |
---|---|
Short Essay/ Letter in English or in any language included in the 8th schedule of the Constitution | 50 |
Duration | 90 Min |
PET & PST (Only for Havaldar)
হাবিলদার পদের ক্ষেত্রে কি কি শারীরিক যোগ্যতা লাগবে তা নীচে দেওয়া হলো-
আরও পড়ুনঃ
রাজ্যে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ চলছে
মাধ্যমিক পাশে আশা কর্মী পদে চাকরি
দুর্গাপুর NIT -তে নন টিচিং স্টাফ নিয়োগ