দেশের বৃহত্তম ব্যাংকের ট্রেড অফিসার পদে কর্মী নিয়োগের সুযোগ রয়েছে এবারে চাকরিপ্রার্থীদের কাছে। ব্যাংকের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। এবারে চাকরিপ্রার্থীদের সেই স্বপ্ন পূরণের সুযোগ রয়েছে একেবারে হাতের মুঠোয়! ব্যাংকে তৈরি হওয়া বিভিন্ন শূন্যপদ পূরণের উদ্দেশ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে।
আজকের প্রতিবেদনে স্টেট ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম, আবেদনের যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র এবং নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য উল্লেখ করা হলো। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়ে আবেদনের পুঙ্খানুপুঙ্খ তথ্য জেনে নিন।
পদের নাম- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা এবং হায়দ্রাবাদ ব্রাঞ্চের পক্ষ থেকে ট্রেড ফিনান্স অফিসার পদের দায়িত্বভারের জন্য কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্য পদের সংখ্যা- এখানে সব মিলিয়ে মোট ১৫০ টি শূন্য পদ তৈরি হয়েছে। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি অনুসারে মোট ১৫০ জন যোগ্য চাকরিপ্রার্থীকে কর্মী হিসেবে নিযুক্ত করবে SBI। এছাড়াও বিভিন্ন প্রতিবন্ধী কোটায় কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
চাকরির খবরঃ ইউকো ব্যাংকে স্পেশ্যালিস্ট অফিসার পদে চাকরির সুযোগ
প্রতি মাসের বেতন- এই পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ন্যূনতম ৬৪,৮২০/- টাকা বেতন পাবেন। এছাড়াও ব্যাংকের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থাও থাকবে কর্মীদের জন্য।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা- প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে নূন্যতম গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের কাছে সাম্প্রতিক IIBF দ্বারা প্রকাশিত ফোরএক্স সার্টিফিকেট থাকতে হবে। উল্লেখ্য পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের পূর্ববর্তী দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই বিষয়ে আরো বিশদে জানার জন্য অবশ্যই ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত official বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ে তবেই আবেদন জানাবেন।
আবেদন পদ্ধতি- প্রথমে ইচ্ছুক চাকরি প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। এরপরে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র গুলি ব্যাংকের নির্দেশাবলী অনুসারে অবশ্যই আপলোড করে দিতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ হয়ে গেলে ২৩/০১/২০২৫ তারিখের মধ্যে আবেদনের জন্য নির্ধারিত মূল্য প্রদান করে দিলেই আবেদনটি গ্রহণযোগ্য হবে।
চাকরির খবরঃ ব্যাঙ্ক অফ বারোদায় ম্যানেজার পদে নিয়োগ
নিয়োগ পদ্ধতি- ব্যাংকের পক্ষ থেকে প্রতিটি আবেদনকারীর যোগ্যতার বিশ্লেষণ করা হবে এবং চাকরিপ্রার্থীদের মোট ১০০ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
- General/EWS/OBC: ৭৫০/- টাকা
- SC/ ST/ PwBD: NIL
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.