চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

অফুরন্ত প্রতিভার অন্যন্য নজীর! মাত্র ১৭ বছর বয়সে অর্জন করেছেন পিএইচডি ডিগ্রী, জানেন কে এই নয়না জয়সওয়াল?

ভারতে ‘বিস্ময়’ বালক-বালিকার সংখ্যা অনেক। এঁদের মধ্যে কেউ কেউ যে শুধু সময়ের আগে পড়াশোনা শেষ করে ফেলেছেন তা নয়, অনেকে অন্যান্য ক্ষেত্রেও ব্যাপকভাবে সাফল্য পেয়েছেন। আট বছরে মাধ্যমিক, ১৫-তে স্নাতকোত্তর! দেশের ‘সর্বকনিষ্ঠ’ গবেষক হন ক্রীড়াবিদ বিস্ময় বালিকা। ক্রীড়াবিদ হিসাবেও নাম রয়েছে নয়নার। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে টেবল টেনিসে একের অধিক পুরস্কার জেতার নজির রয়েছে তাঁর। ভারতের এমনই এক বিস্ময় বালিকা নয়না জয়সওয়াল। খুব কম সময়ের মধ্যে উচ্চশিক্ষা শেষ করার নজির রয়েছে ভারতীয় এই কন্যার। নয়না দেশের ‘সর্বকনিষ্ঠ’ মহিলা গবেষক। মাত্র ১৭ বছরে পিএইচডি ডিগ্রী অর্জন করেন তিনি।

ক্রীড়াবিদ হিসাবেও নাম রয়েছে নয়নার। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে টেবল টেনিসে একাধিক পুরস্কার জেতার নজির রয়েছে তাঁর। নয়নার জন্ম হায়দ্রাবাদে। মেয়ে যে অসামান্য প্রতিভার অধিকারী, তা খুব কম সময়েই বুঝে গিয়েছিলেন নয়নার বাবা-মা। ভারতে পড়ুয়ারা সাধারণত ১৫-১৬ বছরে দশম শ্রেণি উত্তীর্ণ হয়। কিন্তু নয়না ছিলেন অসাধারণ। মাত্র ৮ বছর বয়সেই তিনি দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দেন। ১০ বছর বয়সে স্কুলের গণ্ডি টপকে ফেলেন। ভর্তি হন কলেজে।

নয়না জয়সওয়াল

মাত্র ১৩ বছর বয়সেই গণযোগাযোগ ও সাংবাদিকতা নিয়ে স্নাতক উত্তীর্ণ হন। এরপর নয়না এশিয়ার সর্বকনিষ্ঠ মহিলা স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক হিসাবেও নজির গড়েছিলেন। ১৫ বছর বয়সে হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পাশ করেন তিনি। এরপর আইন নিয়েও প়ড়াশোনা করেন। নয়না সেখানেই থেমে থাকেননি। মাত্র ১৭ বছর বয়সে গবেষণা শুরু করেন। ২২ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ মহিলা গবেষক হন। নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণের অবদান নিয়ে গবেষণা করেন তিনি।

আরও পড়ুনঃ আইএএস মুদ্রা গৈরালার সফলতার গল্প জানুন

জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। দেশ-বিদেশ মিলিয়ে অনেক পদকও জিতেছেন। এক জন তারকা টেবিল টেনিস খেলোয়াড় ছাড়াও কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করতে পারদর্শী নয়না। ৩ সেকেন্ডেরও কম সময়ে ইংরেজি বর্ণমালার সব বর্ণ কম্পিউটারে টাইপ করতে সক্ষম তিনি। মাত্র ২৫ মিনিটের মধ্যে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করার নজিরও রয়েছে নয়নার। পিয়ানোবাদক হিসাবেও সুনাম রয়েছে তাঁর। সুবক্তা হিসাবেও ভারত এবং ভারতের বাইরে নাম রয়েছে নয়নার। অনুপ্রেরণাদায়ী বক্তা হিসাবে তিনি বিভিন্ন অনুষ্ঠান বক্তৃতা করেন। বর্তমানের ২৪ বছর বয়সী নয়না অন্ধ্রপ্রদেশ পুলিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফেসবুক এবং ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর ১০ লক্ষের অধিক ফলোয়ার। তরুণ প্রজন্মের কাছে তিনি একজন যোগ্য আইকন এবং অনুপ্রেরণার অফুরন্ত স্রোত।

নয়না জয়সওয়াল

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ