স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2023 | স্টুডেন্ড ক্রেডিট কার্ড সম্পূর্ণ আবেদন পদ্ধতি

স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2023: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে…

Published By: ExamBangla.com | Published On:

স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2023: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এবং চাকরি পাওয়ার পরে এই ঋণ শোধের সুবিধা থাকবে। Student Credit Card Applicatioin Process.

স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2023

ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনলাইন আবেদন প্রক্রিয়া। কেবলমাত্র ১০ টি স্টেপ অনুসরণ করে খুব সহজে নিজের মোবাইল কিংবা কম্পিউটারে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কারা আবেদন করতে পারবেন?

দশম শ্রেণী পাশ থেকেই পড়ুয়ারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যারা বিগত ১০ বছর ধরে টানা এরাজ্যে রয়েছেন, কেবল তারাই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড বয়স সীমা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কি কি সুবিধা পাওয়া যায়?

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত পড়ুয়ারা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। চাকরি পাওয়ার পর ১৫ বছরে খুবই কম সুদে ঋণ পরিশোধ করতে পারবেন আবেদনকারীরা।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কি কি ডকুমেন্টস লাগবে?

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে নিচে দেওয়া হলো।

১) আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি (.jpeg/ jpg)। রঙিন ছবির সাইজ হতে হবে 20- 50 KB -এর মধ্যে।
২) সহ আবেদনকারী/ সহ ঋণগ্রহীতার রঙিন পাসপোর্ট সাইজের ছবি (.jpeg/ jpg)। রঙিন ছবির সাইজ হতে হবে 20- 50 KB -এর মধ্যে।
৩) শিক্ষার্থীর সিগনেচার (.jpeg/ jpg)। সাইজ হতে হবে 20- 50 KB -এর মধ্যে।
৪) সহ ঋণগ্রহীতা বা অভিভাবকের স্বাক্ষর (.jpeg/ jpg)। সাইজ হতে হবে 10- 50 KB -এর মধ্যে।
৫) শিক্ষার্থীর আধার কার্ড (pdf format)। সাইজ হতে হবে 50 থেকে 400 কেবির মধ্যে।
৬) শিক্ষার্থীর যদি আধার কার্ড না থাকে, সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশীট বা সার্টিফিকেট (pdf format)। সাইজ হতে হবে 50 থেকে 400 কেবির মধ্যে।
৭) অভিভাবকের ঠিকানা প্রমাণ পত্র (pdf format)। সাইজ হতে হবে 50 থেকে 400 কেবির মধ্যে।
৮) শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির রশিদ (pdf format)। সাইজ হতে হবে 50 থেকে 400 কেবির মধ্যে।
৯) শিক্ষার্থীর প্যান কার্ড (প্যান কার্ড না থাকলে আন্ডারটেকিং) (pdf format)। সাইজ হতে হবে 50 থেকে 400 কেবির মধ্যে।
১০) অভিভাবকের প্যান কার্ড (প্যান কার্ড না থাকলে আন্ডারটেকিং) (pdf format)। সাইজ হতে হবে 50 থেকে 400 কেবির মধ্যে।
১১) কোর্স ফি/ টিউশন ফি প্রয়োজনীয় প্রমাণপত্র। শিক্ষার্থীর প্যান কার্ড (প্যান কার্ড না থাকলে আন্ডারটেকিং) (pdf format)। সাইজ হতে হবে 50 থেকে 400 কেবির মধ্যে।

স্টুডেন্ড ক্রেডিট কার্ড আবেদন পদ্ধতি

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? স্টেপ- বাই- স্টেপ দেখানো হলো-

১) স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনলাইনে আবেদন করার জন্য www.wbscc.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২) ওই ওয়েবসাইটের পেজে ‘Student Registration’ -এ ক্লিক করতে হবে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2023

৩) যে নতুন পেজ খুলবে সেখানে আবেদনকারীর সমস্ত তথ্য পূরণ করতে হবে। যেমন- নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং আধার কার্ড। আধার কার্ড না থাকলেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে আধার কার্ড থাকা বা না থাকার উপর ভিত্তি করে রেজিষ্ট্রেশন ফর্ম আলাদা হবে। উপরে উল্লেখিত তথ্যগুলো পূরণ করে ‘Register’ বাটনে ক্লিক করতে হবে।

৪) রেজিস্টার করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওই ওটিপি নির্দিষ্ট ঘরে টাইপ করে ভেরিফাই করতে হবে।

উপরোক্ত চারটি পদ্ধতির দ্বারা আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্ক্রিনে একটি রেজিস্ট্রেশন আইডি আসবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে লগইন করার জন্য প্রয়োজনীয় তথ্য মেসেজ আকারে পেয়ে যাবেন।

৫) পরবর্তী পদক্ষেপ হলো, আপনাকে www.wbscc.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Student Login’ -অংশে ক্লিক করতে হবে। তারপরে নতুন পেজে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2023

৬) এবার স্ক্রিনে ‘Dashboard’ খুলে যাবে। সেখানে ‘Apply Now’ -অংশে ক্লিক করতে হবে।

৭) নতুন পেজে আপনাকে নিম্নলিখিত তথ্য গুলি পূরণ করতে হবে। যেমন- আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, কাস্ট, আপনার আধার কার্ড আছে কি নেই (হ্যাঁ বা না), শিক্ষাগত যোগ্যতা, প্যান কার্ড আছে কি নেই (হ্যাঁ বা না), ঠিকানা, আপনার ব্যাংকের একাউন্ট নম্বর সহ বিভিন্ন তথ্য।

উপরের তথ্যগুলো পূরণ করে ‘Save & Continue’ বাটনে ক্লিক করতে হবে। আবেদনকারীর আধার কার্ড থাকা বা না থাকার উপর ভিত্তি করে রেজিষ্ট্রেশন ফর্ম আলাদা হবে। আবেদনকারীর প্যান কার্ড না থাকলে ‘Download Undertaking Documents’ -অংশে ক্লিক করে ডাউনলোড করতে হবে। যেটি পূরণ করে পরে আপলোড করা যাবে।

৮) যাদের আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে- আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর, অভিভাবকের ছবি, অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র (ভোটার কার্ড), আবেদনকারীর ভর্তি রশিদের ছবি, প্যান কার্ড, অভিভাবকের প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করতে হবে।

যাদের আধার কার্ড আছে তাদের ক্ষেত্রে- আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর, অভিভাবকের ছবি, অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র (ভোটার কার্ড), আবেদনকারীর ভর্তি রশিদের ছবি, প্যান কার্ড, অভিভাবকের প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করতে হবে।

উপরোক্ত তথ্যগুলো আপলোড করার পর ‘Save & Continue’ -অপশনে ক্লিক করতে হবে।

৯) পূর্ববর্তী পেজে দেওয়া তথ্য গুলি নতুন পেজে একবার মিলিয়ে নিতে হবে। যদি কোনো ভুল না থাকে তাহলে ‘Submit Application’ -অপশনে ক্লিক করুন।
আপনার দেওয়া তথ্য গুলিতে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে ‘Edit Loan Application’ -অপশনে ক্লিক করে ভুল তথ্যটি ঠিক করে নিন। একবার সাবমিট হয়ে যাওয়ার পর তথ্যগুলি পরিবর্তন করা যাবে না।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2023

১০) এবার ‘Dashboard’ -এ দেখাবে ‘Application Submitted to HOI’, সুতরাং আপনার আবেদন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে চলে গেছে।
এবং শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে এই আবেদন উচ্চ শিক্ষা দপ্তরকে পাঠানো হলে ‘Dashboard’ -এ দেখাবে ‘Application forwarded by to HOI to HED’.

উপরে উল্লিখিত মোট ১০ ধাপ অনুসরণ করে খুব সহজেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সরাসরি আবেদন করার জন্য নীচের বাটনে ক্লিক করুন-

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career