রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন। Swasthya Sathi Prakalpa Recruitment 2021.
চাকরির খবর: রাজ্যের মশলা গবেষণা কেন্দ্রে নিয়োগ
পদের নাম- ডিসটিক কো-অর্ডিনেটর- IT
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
বেতন- ২৮,৬৬২ টাকা প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সাইন্স/ PGDCA/ MCA/ MSC (IT) নিয়ে স্নাতকোত্তর হতে হবে। বিজনেস ম্যানেজমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নিয়ে ডিপ্লোমা/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে থাকতে হবে।
[quads id=10]
চাকরির খবর: কলকাতা পুলিশে ২৫০০ শূন্যপদে নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। হুগলী জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। www.hooghly.nic.in এটি হলো হুগলী জেলার অফিশিয়াল ওয়েবসাইট। আবেদনের শেষ তারিখ ১৫/০৬/২০২১ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত।
নির্বাচন পদ্ধতি- লিখিত পরীক্ষা- ৭০,কম্পিউটার টেস্ট- ২৫ ও ইন্টারভিউ- ৫ নম্বর এর উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে। সমস্ত প্রশ্ন MCQ টাইপ হবে। প্রার্থীদের এডমিট কার্ড www.hooghly.nic.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীরা ১৬/০৬/২০২১ তারিখ পর্যন্ত এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।
[quads id=10]






