শিক্ষার খবর

Silver Jubilee Scholarship Program: আবেদন করলে বার্ষিক ১ লক্ষ টাকা, এক্ষুনি আবেদন করুন

Advertisement

Silver Jubilee Scholarship Program: রাজ্যের ITI/ Diploma, Graduate ও Post Graduate শিক্ষার্থীদের জন্য দারুন একটি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করলে পাওয়া যাবে ১,০০,০০০/- টাকা। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে। এছাড়াও বিভিন্ন স্কলারশিপে জন্য ExamBangla.com -এর পাতায় চোখ রাখতে পারেন। প্রতিনিয়ত সমস্ত স্কলারশিপের খবর সহ সম্পূর্ন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আলোচনা করা হয়।

TSDPL Silver Jubilee Scholarship

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তির্ন প্রার্থীরা ITI/ Diploma , Graduate ও Post Graduate -এ পড়াশোনা করেছেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
টাকার পরিমাণ- TSDPL নির্বাচিত প্রার্থীদের শিক্ষার জন্য ১,০০, ০০০/- টাকা বৃত্তি প্রদান করবে।

আরও পড়ুনঃ ANM & GNM অনলাইন ফর্ম ফিলাপ শুরু

FB Join

আবেদন পদ্ধতি- আবেদনকারীকে নিচে দেওয়া Apply Now বাটনে ক্লিক করতে হবে। পরে প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য আপলোড করে সাবমিট করতে হবে। সাবমিট করার পূর্বে পুনরায় সমস্ত প্রয়োজনীয় তথ্য ঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৮ টি গুরুত্বপূর্ণ চাকরি

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) আধার কার্ড/ ভোটার কার্ড
২) বয়সের প্রমাণপত্র
৩) পরিবারের আয়ের শংসাপত্র
৪) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট।
৬) পাসপোর্ট সাইজের ছবি।
৭) ভর্তির রশিদ।
৮) এছাড়াও আরও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস।

Apply Now: Click Here

Related Articles