আজকেই আবেদন করুন UCO ব্যাঙ্কের দারুণ ইন্টার্নশিপে। চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে ভারতের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ভারত সরকারের শিক্ষানবিশ আইনের আওতায় প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে মোটা বেতনের চাকরি পাবেন এখানে। প্রশিক্ষণ চলা কালীন পাবেন আকর্ষণীয় স্টাইপেন্ড। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আজেকের প্রতিবেদনে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হল।
Employment No.— HO/HRM/RECR/2024-25/COM-19
পদের নাম— Apprentice
মোট শূন্যপদ— ৫৪৪ টি। (SC- ৮২ টি, ST- ৩৭ টি, OBC- ১০৬ টি, EWS- ৪১ টি, UR- ২৭৮ টি।)
শিক্ষাগত যোগ্যতা— ১ জুলাই, ২০২৪ তারিখের পূর্বে ভারতের যে কোনো সরকারি অথবা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রী সম্পূর্ণ করা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনের সময়ে প্রার্থীকে উপযুক্ত শংসাপত্র (পাস্ আউট সার্টিফিকেট) সাবমিট করতে হবে।
চাকরির খবরঃ টাটা স্টিল কোম্পানিতে ৬০০০ শূন্যপদে চলছে কর্মী নিয়োগ
মাসিক স্টাইপেন্ড— প্রশিক্ষণরত প্রত্যেক প্রার্থীকে মাসিক ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা— নূন্যতম ২০ বছর বয়স থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের বয়সের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি— সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। ভারত সরকারের শিক্ষানবিশ প্রশিক্ষণ পোর্টালে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের পর আবেদন নথিভুক্ত করতে হবে। দুই ক্ষেত্রেই আগ্রহী আবেদনকারীকে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করতে হবে। অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে আবেদন সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ— ১৬ জুলাই, ২০২৪।
Official Notification: Download Now
Official Website: Apply Now